ভোলায় ৭৭জন লাইফ লাইন গ্রাহককে অনুদান হিসাবে সরঞ্জাম বিতরন
সিমা বেগম (ভোলা সদর):
বাংলাদেশ পল্লী বিদ্যুৎতায়ন বোর্ড কর্তৃক বাস্তবায়নাধীন " গ্রামীন জীবনমান উন্নয়নে বিদ্যুৎ শক্তি " শীর্ষ প্রকল্পের আওতায় ভোলায় পল্লী বিদ্যুৎ সমিতির ৭৭জন লাইফ লাইন গ্রাহককে অনুদান হিসাবে সরঞ্জাম বিতরন অনুষ্ঠিত হয়েছে।
আজ (২৬ জুন) সকালে ১০ঃ০০সময় ভোলা পল্লী বিদ্যুৎ অফিস প্রাঙ্গনে এ বিতারন কার্যক্রম অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে ভিডিও কনফারেন্সেরমাধ্যমে বক্তব্য রাখেন, বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্তী নজরুল হামীদ।
এসময় বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ড এর চেয়ারম্যান (আব.)মেজর জেনারেল মঈন উদ্দিন এর সভাপত্বিতে ভার্চুয়ালী বক্তব্য রাখেন, বিদ্যুৎ বিভাগের সচিব মোঃ হাবিবুর রহমান, এশিয়ান উন্নয়ন ব্যাংকের কান্ট্রি ডিরেক্টর মনহোহন পারকাশ। অনুষ্ঠানে আরো উপস্তিত ছিলেন ভোলা পল্লী বিদ্যুৎ জেনারেল ম্যানেজার মোঃ আলতাফ হোসেন, এজিএম এম এস মোঃ মিজানুর রহমান।