রাজশাহীতে হেরোইনসহ কারবারিকে আটক করেছে র্যাব-৫
রাজশাহীতে অভিযান পরিচালনা করে হেরোইনসহ একজন শীর্ষ মাদক কারবারিকে আটক করেছে র্যাব-৫।
র্যাব-৫ রাজশাহীর সিপিএসসি, মোল্লাপাড়া ক্যাম্পের একটি অপারেশন দল গতকাল শুক্রবার ২৫ জুন ২০২১ই তারিখ সকাল ৮টায় নওগাঁ জেলার মহাদেবপুর থানাধীন মহাদেবপুর বাসস্ট্যান্ড এলাকায় অপারেশন পরিচালনা করে।
র্যাবের এই অভিযানে ৪০০ গ্রাম হেরোইন, একটি মাইক্রোবাস তিনটি মোবাইল ফোন, পাঁচটি সীমকার্ড, একটি মেমোরিকার্ড, ৮০ কেজি আম, এক সেট গাড়ীর কাগজপত্রসহ নগদ ৮ হাজার টাকা এবং আসামি ড্রাইভার মো. সোহেল রানা (৩১), পিতা : মো. চাঁন্দু মিয়া, মাতা : আসমা বেগম, গ্রাম : মাদারপুর, থানা : গোদাগাড়ী, জেলা : রাজশাহী নামে তাকে হাতেনাতে আটক র্যাব সদস্যরা। র্যাব-৫-এর আটক করা মাদক কারবারির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে। এছাড়া র্যাব বাহিনীকে মাদক নির্মূলে সবাইকে সহযোগীতা করতে বলা হয়েছে।