শিরোনাম

South east bank ad

ময়মনসিংহে ফসল গুড়িয়ে দেয়ার প্রতিবাদে মানববন্ধন

 প্রকাশ: ২৬ জুন ২০২১, ১২:০০ পূর্বাহ্ন   |   অটোমোবাইল

রাসেল আহমেদ (ময়মনসিংহ):

ময়মনসিংহে কৃষকের জমির ফসল গুড়িয়ে দেয়ার প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৬ জুন) সকালে নগরীর ময়মনসিংহ-গফরগাঁও রোড়ের বয়ড়া পূর্বপাড়া এলাকায় ঘন্টাব্যাপী মানববন্ধনের আয়োজন করে ভুক্তভোগী ও এলাকাবাসী।

মানববন্ধন চলাকালে বক্তব্য রাখেন ভুক্তভোগী হারুন অর রশিদ, মিজানুর রহমান, আলমগীর হোসেন এবং মুখলেছুর রহমানসহ অন্যান্যরা।বক্তারা বলেন, বিনা নোটিশে কেওয়াটখালী ভূমি অফিসের নায়েব সিরাজুল ইসলাম সিরাজী বহিরাগতদের নিয়ে গত ২০ জুন বয়ড়া গ্রামের ১০/১২ জন কৃষকের প্রায় দেড় একর জমির ফসল গুড়িয়ে দিয়েছে। এতে প্রায় পাঁচ লক্ষ টাকার আবাদকৃত মরিচ, কুমড়া, শসা, পুঁই শাখ, বেগুনসহ হরেক রকমের সবজি নষ্ট হয়েছে।

কেওয়াটখালী ভূমি অফিসের নায়েব সিরাজুল ইসলাম সিরাজী বলেন, জমিটি ১ নম্বর খাস খতিয়ানের হওয়ায় কৃষকদের বারবার নোটিশ করা হলেও তারা সরে না যাওয়ায় উচ্ছেদ অভিযান চালানো হয়েছে।

BBS cable ad

অটোমোবাইল এর আরও খবর: