মাছ তোলে বাড়ি ফেরা হল না গৃহবধু আরিফার
মো: আব্দুস ছাত্তার (ফুলবাড়িয়া):
ফুলবাড়িয়া উপজেলার বৈদ্যবাড়ি গ্রামে কালমিনা বিলে মাছ তোলতে গিয়ে বাড়ী ফিরে আসতে পারেনি আরফিা আক্তার (২৪)। বৈদ্যবাড়ি গ্রামের রাকিব মিয়ার স্ত্রী আরিফা বৃহস্পতিবার (২৪জুন) সন্ধ্যায় বজ্রপাতে মারা যায়।
পরিবারের সাথে কথা বলে জানা যায়, আগে থেকে বাড়ির কাছে কালমিনা বিলে মাছ ধরার জাল ফেলা ছিল, বৃহস্পতিবার বিকালে বৃষ্টি চলাকালে জাল থেকে মাছ তোলতে যায় আরিফা। বৃষ্টির সাথে হঠাৎ বজ্রপাত হলে ঘটনাস্থলেই মৃত্যু হয় আরিফার। মা’কে বিলের পানিতে পড়ে থাকতে দেখে তাঁর (আরিফা) শিশু কন্যা বৃষ্টি আক্তার (৭) বাড়িতে এসে খবর দেয়। বাড়ির লোকজন তাঁকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে নিয়ে গেলে জরুরী বিভাগের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন।
ফুলবাড়িয়া থানার এস,আই জালাল বলেন, বর্জ্রপাতে মৃত্যুবরণকারী গৃহবধুর লাশ আইনি প্রক্রিয়া শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।