সাতক্ষীরা আশাশুনির প্রতাপনগরে টেকসই বেড়িবাঁধের দাবিতে রাস্তার উপর হাঁটু সমান পানিতে মানববন্ধন
এমএ জামান (সাতক্ষীরা):
স্থায়ীভাবে টেকসই বেড়িবাঁধ নির্মাণের দাবিতে মানববন্ধন কর্মসূচি করেছেন উপকূলীয় প্রতাপনগর ইউনিয়নের সকল স্তরের মানুষ। প্রতাপনগর ইউনিয়নের ৫নং ওয়ার্ড গ্রামীণ টাওয়ারের সামনে ২৪ জুন বৃহস্পতিবার সকাল ১১টার সময় অনুষ্ঠিত হয় এই মানববন্ধন কর্মসূচি। এসময় এই মানববন্ধন কর্মসূচিতে অংশ নেন মুক্তিযোদ্ধা, শিক্ষক, কলেজ বিশ্ববিদ্যালয় পড়ুয়া শিক্ষার্থী, নারী-পুরুষ-শিশুসহ বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্যবৃন্দ। উল্লেখ্য, সাম্প্রতিক ২৬ মে ২০২১ বুধবার ঘূর্ণিঝড় ইয়াস এর প্রভাবে সাতক্ষীরা জেলার আশাশুনি উপজেলার প্রতাপনগর ইউনিয়নের শ্রীপুর-কুড়িকাহুনিয়া লঞ্চ ঘাটের দক্ষিণ অংশের মারাত্মক ঝুঁকিপূর্ণ বেড়িবাঁধ ভাঙন পয়েন্ট দিয়ে জোয়ার ভাটার লোনাপানির স্রোত বয়ে চলছিল। গত ২২ জুন রবিবার শ্রীপুর কুড়িকাহুনিয়া লঞ্চ ঘাটের দক্ষিণ পশ্চিম অংশের ভাঙন পয়েন্ট আটকানো সম্পন্ন হয়েছে। তবে আজও প্রতাপনগর হরিষখালী দক্ষিণ-পশ্চিম অংশের মারাত্মক ঝুঁকিপূর্ণ বেড়িবাঁধ ভাঙন ও প্রতাপনগর ইউনিয়ন সংলগ্ন শ্যামনগর উপজেলার পদ্মপুকুর ইউনিয়নের বন্যতলা গ্রামের মারাত্মক ঝুঁকিপূর্ণ বেড়িবাঁধ ভেঙে বিস্তীর্ণ এলাকা প্লাবিত হয়ে আজও খোলপেটুয়া নদীর লবণাক্ত বিষাক্ত পানির জোয়ার-ভাটা চলছে প্রতাপনগর ইউনিয়নে। এছাড়া বিগত বছরের ২০মে মহা প্রলয়ঙ্কারী জ্বলোচ্ছাস ঘূর্ণিঝড় আম্পানের তান্ডবে উপকূলীয় প্রতাপনগর ইউনিয়নের বিভিন্ন বেড়িবাঁধ ভেঙে বিস্তীর্ণ এলাকা প্লাবিত হয়ে প্রায় দশ মাস কপোতাক্ষ ও খোলপেটুয়া নদীর লবণাক্ত বিষাক্ত পানির জোয়ার ভাটায় নিমজ্জিত ছিল প্রতাপনগর। দুটি মাস পার হতেই আবারও প্লাবিত প্রতাপনগর ইউনিয়ন। এসকল বিষয় নিয়ে মানববন্ধনে বক্তারা তাদের ক্ষোভ এবং অভিযোগসমূহ তুলে ধরেন, এবং টেকসই স্থায়ী বেড়িবাঁধ নির্মাণে
সরকারের কাছে দাবি জানান।