ভোলায় চর দখল নিয়ে দুই পক্ষের সংঘর্ষে নিহত-১, আটক-৭
সিমা বেগম (ভোলা সদর):
ভোলায় চর দখল দারিত্ব নিয়ে দুই পক্ষের সংঘর্ষে কান্টু বেপারি (৬৫) নামে এক বৃদ্ধ নিহত হয়েছে।
বৃহস্পতিবার দুপুরে (২৪ জুন) সদরের মেঘনার চরে এ সংঘর্ষের ঘটনা ঘটে।
এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে ৭ জনকে আটক করেছে।নিহত কান্টু বেপারি পূর্ব ইলিশা ইউনিয়নের সোনাডগী গ্রামের বাসিন্দা।
ভোলা সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এনায়েত হোসেন জানান, চর দখল নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিলো।
খবর পেয়ে পুলিশ চর থেকে এক বৃদ্ধের লাশ উদ্ধার করে এবং ৭ জনকে আটক করা হয়।