South east bank ad

চট্টগ্রামে বহুতল ভবনের অবৈধ অংশ গুঁড়িয়ে দিলো সিডিএ

 প্রকাশ: ২৪ জুন ২০২১, ১২:০০ পূর্বাহ্ন   |   অটোমোবাইল

কে এম রুবেল (চট্টগ্রাম):

বন্দর নগরীর চট্টগ্রামের প্রান কেন্দ্র আগ্রাবাদে মোগলটুলী এলাকায় নকশা বিহীন ভবন নির্মাণের অপরাধে একটি বহুতল ভবনের অবৈধ অংশ গুঁড়িয়ে দিয়েছে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ (সিডিএ)।

২৪ জুন সকাল ১০টায় চট্টগ্রাম কমার্স কলেজ রোডের কাটা বটগাছ এলাকার মো. জানে আলমের বহুতল ভবনে সিডিএ’র ভ্রাম্যমাণ আদালতের উচ্ছেদ অভিযান শুরু হয়। সিডিএ এর বিশেষ স্পেশাল মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. সাইফুল আলম চৌধুরী এর নেতৃত্ত্বে এই অবৈধ ভবন উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয় চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ সিডিএ জানান সিডিএ থেকে ১০ তলা ভবনের অনুমোদন নিয়ে ১২ তলা নির্মাণ করেন মো. জানে আলম। এছাড়া নিয়ম বহির্ভূতভাবে পার্কিংয়ের স্থানে ফ্ল্যাট ও দোকান নির্মাণ করা হয়। এ ঘটনায় এডভোকেট তালেব বাদি হয়ে হাইকোর্টে নকশা বহির্ভূত ভবন তৈরির বিষয়ে মামলা করেন। এর প্রেক্ষিতে হাইকোর্ট সিডিএকে ওই ভবনের নকশা বহির্ভূত অংশে উচ্ছেদ অভিযান চালিয়ে প্রতিবেদন জমা দিতে বলেন।

সিডিএ’র স্পেশাল মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. সাইফুল আলম চৌধুরী জানান, ১০ তলা ভবনের অনুমতি নিয়ে ১২ তলা নির্মাণ করায় অবৈধ অংশ অপসারণ করা হয়েছে। এ সময় নিচতলার পার্কিং এর জায়গায় তৈরি করা দোকান, একটি ডুপ্লেক্স ঘর গুঁড়িয়ে দেওয়া হয়। এ ছাড়া ১১ ও ১২ তলার ছাদ ও ভাঙা হচ্ছে।

BBS cable ad

অটোমোবাইল এর আরও খবর: