পটুয়াখালীতে অবমুক্ত ১১টি ঘুঘু ও ৪টি ডাহুক
সুনান বিন মাহাবুব (পটুয়াখালী):
পটুয়াখালী সদর উপজেলার লাউকাঠি ইউনিয়ন ও দুমকি উপজেলার আংগারিয়া ইউনিয়ন থেকে ১১ টি ঘুঘু ও ৪ টি ডাহুক পাখি উদ্ধার করা হয়েছে। পরে পাখিগুলো অবমুক্ত করা হয়। পাখি শিকারি জসিম ও মোসলেম এর বাড়ি থেকে বন বিভাগের সহায়তায় পাখিগুলো উদ্ধার করেন পটুয়াখালীর পাখি প্রেমীদের সংগঠন এনিমেল লাভারস অব পটুয়াখালীর সদস্যরা। উদ্ধারকৃত এসব পাখি বুধবার বিকেলে পটুয়াখালী বনবিভাগ এর কার্যালয় এর সামনে অবমুক্ত করা হয়।
সংগঠনটির সভাপতি নওশীন আফরোজ বলেন, গোপন সংবাদের ভিত্তিতে বন বিভাগের সহায়তায় এসব পাখি উদ্ধার করা হয়েছে। এর আগে বিভিন্ন এলাকার শিকারিদের কাছ থেকে পাখি উদ্ধার করে অবমুক্ত করেছেন এনিমেল লাভারস অব পটুয়াখালী সংগঠন এর সদস্যরা।
বিভাগীয় বন কর্মকর্তা আমিনুল ইসলাম বলেন, ‘সংগঠনটিকে আগেই আমরা বন্যপ্রাণী সংরক্ষণ সম্পর্কে বিভিন্ন প্রশিক্ষণ দিয়েছি। এরই ফলে তারা বিভিন্ন জায়গা থেকে বন্দি পশু-পাখি অবমুক্ত করেন।