গোপালগঞ্জে তৃতীয় দিনের কঠোরতায় রুপ নিয়েছে লকডাউন
মেহের মামুন (গোপালগঞ্জ) :
জন প্রশাসন মন্ত্রণালয় থেকে ডাকা সর্বাত্মক বিধিনিষেধ গোপালগঞ্জে তুতয়ি দিনের মত পালিত হচ্ছে। তারপরেও গোপালগঞ্জে থেকে নেই করোনা সংক্রমণ।
প্রশাসনের পক্ষ থেকে তৃতীয় দিনের লকডাউন কঠোরতায় রুপ নিয়েছে। লকডাউন কার্যকর করতে পুলিশের পক্ষ থেকে জেলা ও উপজেলা সদরের প্রবেশ সড়কে চেকপোষ্ট বসানো হয়েছে। যাতে বাইরে থেকে কেউকে ভিতরে প্রবেশ করতে না পারে। রিক্সা, ভ্যান ও ইজিবাইক চলাচলের উপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। বাজার এলাকা, সড়ক, মহাসড়কে পুলিশ ও ম্যাজিস্ট্রেটের সার্বক্ষণিক টহল রয়েছে। জরুরী সেবা ব্যতিত বন্ধ রাখা হয়েছে সকল ধরনের ব্যবসা প্রতিষ্ঠান। ফলে শ্রমজীবীরা পড়েছে বিপাকে। কেউ কেউ প্রশাসনের নিষেধাজ্ঞা অমান্য করে প্রয়োজনে ও অপ্রয়োজনে শহরে চলাচল করছে।
এদিকে, গোপালগঞ্জে প্রতিদিনই বাড়ছে করোনা রোগীর সংখ্যা। গত মঙ্গলবার ৪২ জন শনাক্ত হলেও গতকাল বুধবার তা বেড়ে দাড়িয়েছে ৭৭ জনে। আর মৃত্যু হয়েছে ১ জনের। প্রতিদিন আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা বৃদ্ধি পাওয়ায় স্বাস্থ্য বিভাগ, প্রশাসন ও জনগনের মাঝে দেখা দিয়েছে শঙ্কা।