জামালপুরে ৮নং ওর্য়াডে করোনা প্রতিরোধ কমিটির বাজার মনিটরিং জনসচেতনতা ও মাস্ক বিতরণ
শামীম আলম (জামালপুর):
জামালপুরে করোনাভাইরাস সংক্রমণ সংক্রান্ত প্রতিরোধ কমিটির ,বাজার মনিটরিং জনসচেতনতা মূলক প্রচার ও মাস্ক বিতরণ করেন ৮নং ওয়ার্ডের প্রত্যোক দোকান , হাট বাজার ও বাড়ি বাড়ি গিয়ে জামালপুর জেলা প্রশাসকের নির্দেশে এই ৮নং ওয়ার্ডে একটি করোনা প্রতিরোধ কমিটি দিন রাত কাজ করে যাচ্ছে।
বৃহস্পতিবার সকাল থেকে বেলটিয়া বিভিন্ন বাজার , মাছের বাজার , প্রতি দোকানে জনসচেতনতা মূলক প্রচার করে আসছেন। উপ-পরিচালক সমাজসেবা রাজু আহম্মেদ নেতৃত্বে করোনাভাইরাস সংক্রমণ রোধে জনসচেতনতা মূলক প্রচার ও মাস্ক বিতরন করেন । এ সময় উপস্থিত ছিলেন করোনা প্রতিরোধ কমিটির আহবায়ক সহকারী পরিচালক আবু ইলিয়াস মল্লিক , কাউন্সিলর মাছুদ করিম , মাই টিভি ও বাংলাদেশের আলো প্রতিনিধি শামীম আলম , ওর্য়াড আওয়ামীলীগের সভাপতি সাহদত হোসেন দুলাল , সাধারন সম্পাদক সারোয়ার হোসেন এ ছাড়াও এলাকার গন্যমান্য ব্যাক্তিরা প্রমূখ। সকাল ছয়টা থেকে সন্ধ্যা ছয়টা পর্যন্ত দোকান খোলা রাখার এবং বিভিন্ন অটোরিকশা চালকের তিন জনের বেশি যাত্রী না নিতে নির্দেশ করেন।