দাম বাড়ার শীর্ষে মুন্নু সিরামিক
দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে গতকাল বুধবার ২৩ জুন ২০২১ইং তারিখ লেনদেনে অংশ নেওয়া কোম্পানিগুলোর মধ্যে সবচেয়ে বেশি শেয়ারের দাম বেড়েছে মুন্নু সিরামিকের। এই দিনে কোম্পানিটির শেয়ার ছিল বিনিয়োগকারীদের আগ্রহের তালিকায়। ফলে এই কোম্পানির শেয়ার ডিএসইর দাম বাড়ার তালিকার শীর্ষে উঠে আসে। এ তথ্য ডিএসই সূত্রে জানা গেছে।
সূত্র মতে, গত মঙ্গলবার ২২ জুন ২০২১ইং তারিখ লেনদেন শেষে মুন্নু সিরামিকের শেয়ারের ক্লোজিং দাম ছিল ১১১.৪০ টাকা। গতকাল বুধবার ২৩ জুন ২০২১ইং তারিখ লেনদেন শেষে কোম্পানিটির শেয়ারের ক্লোজিং দর বেড়ে দাঁড়ায় ১২২.৫০ টাকায়। ফলে কোম্পানির শেয়ার দর বেড়েছে ১১.১০ টাকা বা ৯.৯৬ শতাংশ।