বিআইসিএমের আয়োজনে ‘বিআইসিএম রিসার্চ সেমিনার-০৪’অনুষ্ঠিত
বাংলাদেশ ইনস্টিটিউট অব ক্যাপিটাল মার্কেট (বিআইসিএম)-এর আয়োজনে সম্প্রতি ‘বিআইসিএম রিসার্চ সেমিনার-০৪’ অনুষ্ঠিত হয়েছে।
এ সেমিনারে ‘প্রবলেমস অ্যান্ড প্রসপেক্ট অব ইনভেস্টিং ইন মিউচুয়াল ফান্ডস: দ্য কেস অব বাংলাদেশ’ শীর্ষক মূল প্রবন্ধ উপস্থাপনা করেন বিআইসিএমের সহকারী অধ্যাপক কাশফিয়া শারমিন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইনস্টিটিউটের নির্বাহী প্রেসিডেন্ট ড. মাহমুদা আক্তার। অনুষ্ঠানে আলোচক হিসেবে উপস্থিত ছিলেন সিভিসি ফাইন্যান্স লিমিটেডের চেয়ারম্যান মাহমুদ হুসেন, সন্ধানী অ্যাসেট ম্যানেজমেন্ট লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মীর আরিফুল ইসলাম ও এলআর গ্লোবাল বাংলাদেশ অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানি লিমিটেডের বিনিয়োগ বিশ্লেষক শারমিন সুলতানা সুমি।
সেমিনারে সঞ্চালকের ভূমিকা পালন করেন বিআইসিএমের পরিচালক (স্টাডিজ) ওয়াজিদ হাসান শাহ।