পটুয়াখালীতে কিশোরীকে ধর্ষন চেষ্টার অভিযোগ
সুনান বিন মাহাবুব (পটুয়াখালী):
পটুয়াখালীর মহিপুরে বাবুল সিকদার (৪৫) নামের এক ব্যক্তির বিরুদ্ধে কিশোরীকে ধর্ষন চেষ্টার অভিযোগ উঠেছে। এ ঘটনায় ওই কিশোরীর পিতা বাদী হয়ে বাবুলকে প্রধান আসামী করে মহিপুর থানায় একটি অভিযোগ দায়ের করেছেন। বাবুল লতাচাপলী ইউনিয়নের ফাঁসিপাড়া গ্রামের মৃত রহিম শিকদারের ছেলে।
জানা যায়, ওই কিশোরীর মা কুয়াকাটায় একটি খাবার হোটেলে কাজ করেন। তার পিতা দ্বিতীয় বিয়ে করে মহিপুরে বাসায় ভাড়া থাকেন। গত রবিবার সকালে কিশোরীর মা কাজের উদ্দেশ্যে কুয়াকাটা যান। এ সুযোগে কিশোরীকে ঘরে একা পেয়ে প্রতিবেশী বাবুল তাকে ধর্ষনের চেষ্টা চালায়। এসময় ওই কিশোরী ও তার ছোট ভাইয়ের ডাক চিৎকারে স্থানীয়রা এগিয়ে আসলে বাবুল দৌড়ে পালিয়ে যায়। পরে স্থানীয়দের সহযোগীতায় এবং শালিসের মাধ্যমে বৃহস্পতিবার (২৪ জুন) ভুক্তভোগী পরিবার ও কিশোরী মহিপুর থানায় অভিযোগ দায়ের করেন।
মহিপুর থানার ওসি মনিরুজ্জামান জানান, বাবুলকে গ্রেফতারের সর্বোচ্চ চেষ্টা অব্যাহত আছে।