আড়াইহাজারে পালিত হচ্ছে সরকার ঘোষিত লকডাউন
মো: ফেরদৌস রহমান (আড়াইহাজার):
সরকার ঘোষিত লকডাউনে দেশের ৭টি জেলাকে লকডাউন ঘোষণা করা হয়েছে। সেইসাথে ঢাকার সাথে দেশের সকল দূরপাল্লার যান চলাচলও নিষিদ্ধ করা হয়। ফলে ঢাকাগামী সকল দূরপাল্লার যান চলাচল রয়েছে বন্ধ ।
সরকারি ঘোষণা অনুযায়ী লকডাউন আরোপিত ৭টি জেলার মধ্যে নারায়ণগঞ্জ জেলা একটি। ঢাকার সাথে বন্ধ রয়েছে জরুরি যান চলাচল ব্যতিত সকল প্রকার গাড়ি চলাচল ব্যবস্থা। এরমধ্যে, নারায়ণগঞ্জ জেলার আড়াইহাজার উপজেলায় পালিত হচ্ছে কঠোর লকডাউন।
২২ জুন (মঙ্গলবার), দুপুর ২ টা থেকে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সোহাগ হোসেন এর সার্বিক তত্ত্বাবধানে, আড়াইহাজার উপজেলা ভূমি কর্মকর্তা উজ্জ্বল হোসেনকে ম্যাজিস্টেট নিয়োগ করে পুরো উপজেলায় পুলিশি টহলে রাখা হয়। ২৩ জুন( বুধবার) থেকে পালিত হয় পুরোদমে কঠোর লকডাউন। উপজেলা নির্বাহী কর্মকর্তা সোহাগ হোসেনের সরাসরি গাড়ি টহলে উপজেলার বিভিন্ন বাজার, দোকানপাট ও বিশনন্দী ফেরিঘাট এলাকা সহ উপজেলার বিভিন্ন প্রবেশপথ ঘুরে দেখেন।
আড়াইহাজার থানার ওসি জনাব আনিস জানায়, সকাল থেকে আড়াইহাজার পৌরসভা এলাকায় সকল দোকানপাট বন্ধ করা হয়। কিছু দোকান খোলা থাকতে দেখায়, তা জানতে পেরে পুলিশ এক আমের দোকানদারকে ৫ হাজার টাকা ও একটি মুদি দোকানদারকে ১০ হাজার টাকা জরিমানা করে। লকডাউন কর্মসূচি জানাতে গিয়ে তিনি আরো বলেন, উপজেলার প্রবেশ পথে পুলিশ বসানো হয়েছে। জরুরি এম্বুলেন্স, গাড়ি ও ঔষধ পণ্যবাহী গাড়ি ব্যতিত সকল প্রকার গাড়ি যাওয়া-আসায় নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। তিনি আরো জানায়," সাধারণ মানুষও আমাদের যথেষ্ট পরিমাণ সহযোগিতা করছে"।
লকডাউন জুড়ে আড়াইহাজারে বন্ধ রয়েছে মার্কেটগুলোও। সীমিত আকারে ফাঁকে ফাঁকে চলছে গাড়ি। তবে, পুলিশ টহলে থাকায় বিভিন্ন এলাকায় বন্ধ রয়েছে অধিকাংশ দোকানপাট।