ঝালকাঠিতে আওয়ামীলীগের প্রতিষ্ঠা বার্ষিকী পালন
মোঃ রাজু খান (ঝালকাঠি):
আওয়ামীলীগের প্রতিষ্ঠা বার্ষিকী পালন উপলক্ষে ঝালকাঠিতে আলোচনাসভা ও বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পন করা হয়েছে। বুধবার বিকেলে শিল্পকলা একাডেমী ভবনে আওয়ামীলীগের প্রতিষ্ঠাবার্ষিকী পালন উপলক্ষ্যে আলোচনাসভা অনুষ্ঠিত হয়। এতে ভার্চুয়ালী সংযুক্ত হয়ে প্রধান অতিথির বক্তৃতা করেন ১৪দলের মুখপাত্র ও সমন্বয়ক আমির হোসেন আমু এমপি। জেলা আওয়ামীলীগের সভাপতি ও জেলা পরিষদ চেয়ারম্যান সরদার মো. মাহ আলমের সভাপতিত্বে বক্তৃতা করেন সাধারন সম্পাদক অ্যাডভোকেট খান সাইফুল্লাহ পনির, সহসভাপতি সালাহ উদ্দিন আহমেদ সালেক, মোবারেক হোসেন মল্লিক, যুগ্ম সম্পাদক নুরুল আমীন খান সুরুজ, মজিবুর রহমান আকন্দ, তরুণ কর্মকার, সাংগঠনিক সম্পাদক হাবিবুর রহমান হাবিল, পৌর আওয়ামীলীগ সভাপতি ও নবনির্বাচিত মেয়র লিয়াকত আলী তালুকদার, সাধারন সম্পাদক মাহবুবু হোসেন, সদর উপজেলা সভাপতি আঃ রশিদ হাওলাদার, সাধারন সম্পাদক হাফিজ আল মাহমুদ প্রমুখ। এসময় নবনির্বাচিত জনপ্রতিনিধিদের ফুল দিয়ে শুভেচ্ছা জানিয়ে বরণ করে নেয়া হয়। সকাল সাড়ে ১০টায় শহরের টাউনহলস্থ জেলা আওয়ামীলীগের কার্যালয়ে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুস্পস্তবক অর্পন করেন নেতৃবৃন্দ।