ঝালকাঠিতে নবনির্বাচিত জনপ্রতিনিধিদের ফুলে শুভেচ্ছা
মোঃ রাজু খান (ঝালকাঠি):
ঝালকাঠি পৌরসভা ও ইউনিয়ন পরিষদে নবনির্বাচিত জনপ্রতিনিধিদের ফুলেল শুভেচ্ছা জানিয়েছে জেলা আওয়ামীলীগ। বুধবার বিকেলে জেলা শিল্পকলা একাডেমী ভবনে আওয়ামীলীগের প্রতিষ্ঠাবার্ষিকী পালন অনুষ্ঠানে শুভেচ্ছা জানানো হয়। এতে ভার্চুয়ালী সংযুক্ত হয়ে প্রধান অতিথির বক্তৃতা করেন ১৪দলের মুখপাত্র ও সমন্বয়ক আমির হোসেন আমু এমপি। জেলা আওয়ামীলীগের সভাপতি ও জেলা পরিষদ চেয়ারম্যান সরদার মো. মাহ আলমের সভাপতিত্বে বক্তৃতা করেন সাধারন সম্পাদক অ্যাডভোকেট খান সাইফুল্লাহ পনির, সহসভাপতি সালাহ উদ্দিন আহমেদ সালেক, মোবারেক হোসেন মল্লিক, যুগ্ম সম্পাদক নুরুল আমীন খান সুরুজ, মজিবুর রহমান আকন্দ, তরুণ কর্মকার, সাংগঠনিক সম্পাদক হাবিবুর রহমান হাবিল, পৌর আওয়ামীলীগ সভাপতি ও নবনির্বাচিত মেয়র লিয়াকত আলী তালুকদার, সাধারন সম্পাদক মাহবুবু হোসেন, সদর উপজেলা সভাপতি আঃ রশিদ হাওলাদার, সাধারন সম্পাদক হাফিজ আল মাহমুদ প্রমুখ। আওয়ামীলীগের মনোনয়নে নৌকা প্রতিকে বিজয়ী পৌর মেয়র লিয়াকত আলী তালুকদার, কাউন্সিলর হাফিজ আল মাহমুদ, তরুণ কর্মকার, আব্দুল কুদ্দুস হাওলাদার, হাবিবুর রহমান হাবিল, ৫.৮ ও ৯নং ওয়ার্ডে সংরক্ষিত মহিলা কাউন্সিলর সাবিনা ইয়াসমিন।
ইউপি চেয়ারম্যান শেখেরহাটে মো. নূরুল আমিন খান সুরুজ, গাবখান ধানসিঁড়িতে মো. আবুল কালাম মাসুম, নবগ্রামে মো. মুজিবুল হক আকন্দ, নথুল্লাবাদে নজরুল ইসলাম জাহাঙ্গীর, বাসন্ডায় মোবারক হোসেন মল্লিক, কেওড়ায় মো. আবু সাইদ খানকে ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয়।