লকডাউন-কে কেন্দ্র করে আড়াইহাজার-বিশনন্দী ফেরিঘাট রোডে তীব্র যানজট
মো: ফেরদৌস রহমান (আড়াইহাজার):
সরকার ঘোষিত দেশের ৭টি জেলা সহ, ঢাকার ভিতরে সকল দূরপাল্লার যান আসা ও যাওয়ার নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। এর ফলে দূরপাল্লার যানচলাচল বন্ধ রয়েছে। লকডাউন ঘোষিত জেলাগুলোর মধ্যে নারায়ণগঞ্জ জেলা একটি। ফলে, নারায়ণগঞ্জ জেলার সব কয়টি উপজেলায় চলছে লকডাউন। নারায়ণগঞ্জ জেলার আড়াইহাজার উপজেলায় লকডাউন-কে কেন্দ্র করে গাড়ির তীব্র যানজট সৃষ্টি হয়েছে।
বুধবার (২৩ জুন), সকাল ১১ টা থেকে আড়াইহাজার সদর থেকে বিশনন্দী ফেরিঘাট রোডে দেখা মেলে তীব্র যানজট। এতে করে বিপাকে পড়ছে চলাচলকারী যাত্রীরা। আড়াইহাজার থেকে বিশনন্দী ফেরিঘাট রোডে দুটি স্টিলের ব্রীজে ঘণ্টার পর ঘণ্টা গাড়ি আটকে থাকতে দেখা যায়।
যাত্রীরা বলছে, ৩০ জুন পর্যন্ত লকডাউন ঘোষণা করায়, তারা বাড়ি ফিরছে। কিন্তু যানজটের কবলে পড়ে নির্দিষ্ট সময়ে গন্তব্যে পৌঁছাতে পারছে না।
এলোপাতাড়ি গাড়ি ব্রিজে ঢুকে পড়াতে এমন যানজটের সৃষ্টি হয়েছে বলে দাবি করছেন স্থানীয় পথচারী লোকজন।