রাজবাড়ীতে আওয়ামী লীগের ৭২তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন
খন্দকার রবিউল ইসলাম (রাজবাড়ী):
মুজিব মানে মুক্তি” মুজিব মানে বাংলাদেশ”এই স্লোগানকে সামনে রেখে রাজবাড়ী জেলা আওয়ামীলীগের আয়োজনে বাংলাদেশ আওয়ামী লীগের ৭২ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত।
২৩শে জুন বুধবার সকাল ৮ টায় রাজবাড়ী জেলা আওয়ামীলীগের কার্য্যালয়ে মহান মুক্তিযোদ্ধের নেতৃত্বদানকারী, বাংলাদেশের সর্ববৃহৎ ঐতিহ্যবাহী রাজনৈতিক সংগঠন বাংলাদেশ আওয়ামী লীগের ৭২তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে রাজবাড়ী জেলা আওয়ামী লীগের আয়োজনে জাতীয় পতাকা উত্তোলন, জাতীয় সংগীত পরিবেশন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পার্ল্য অর্পণ এবং আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, রাজবাড়ী জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও রাজবাড়ী-১ আসনের সংসদ সদস্য কাজী কেরামত রাজবাড়ী জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও রাজবাড়ী জেলা চেম্বার অফ কমার্স এ্যান্ড ইন্ডাস্টিজের সভাপতি কাজী ইরাদত আলী, জেলা পরিষদের চেয়ারম্যান ফকির আব্দুল জব্বার প্রমুখ।
এসময় স্বাস্থ্যবিধি ও সামাজিক দূরত্ব বজায় রেখে শ্রদ্ধা নিবেদনে অংশ নেন আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগ, যুব মহিলা লীগ, স্বেচ্ছাসেবক লীগ, শ্রমিক লীগ এবং কৃষক লীগের নেতাকর্মীরা।