ময়মনসিংহে বঙ্গবন্ধু ও বঙ্গমাতা গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত
২২ জুন ময়মনসিংহ রফিক উদ্দিন ভূইয়া জেলা স্টেডিয়াম অনুষ্ঠিত " বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট" এবং "বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট"- এর বিভাগীয় পর্যায়ে অনুষ্ঠিত আন্তঃজেলা ফুটবল টুর্নামেন্ট এর উদ্বোধনী ম্যাচে ময়মনসিংহ বালক (অনু-১৭) জেলা দল ৪-১ গোলের ব্যবধানে নেত্রকোনা বালক (অনু-১৭) জেলা দলকে পরাজিত করে এবং ময়মনসিংহ বালিকা (অনু-১৭) জেলা দল ৮-১ গোলের ব্যবধানে নেত্রকোনা বালিকা (অনু-১৭) জেলা দলকে পরাজিত করে। ময়মনসিংহ জেলা প্রশাসনের পক্ষ থেকে উভয় দলকে আন্তরিক অভিন্দন জানানো হয়েছে।