বিয়াক ও অ্যাকর্ড চেম্বারের যৌথ ১৪তম ওয়েবিনার অনুষ্ঠিত
বাংলাদেশ ইন্টারন্যাশনাল অরবিট্রেশন সেন্টার (বিয়াক) গতকাল মঙ্গলবার ২২ জুন ২০২১ইং তারিখ দি অ্যাকর্ড চেম্বারের সঙ্গে যৌথভাবে ১৪তম ওয়েবিনারের আয়োজন করেছে। ‘হাউ এডিআর ক্যান অ্যাচিভ এসডিজি-১৬: পিস, জাস্টিস অ্যান্ড স্ট্রং ইনস্টিটিউশনস’ শিরোনামে এ ওয়েবিনার আয়োজন করা হয়।
এই ওয়েবিনার অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন বিয়াকের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মোহাম্মাদ এ (রুমি) আলী।
এছাড়া বক্তব্য দেন সুপ্রিম কোর্টের অ্যাডভোকেট ও অ্যাকর্ড চেম্বারের সিনিয়র পার্টনার মামুন চৌধুরী, অ্যাকর্ড চেম্বারের ব্যবস্থাপনা অংশীদার ও সুপ্রিম কোর্টের অ্যাডভোকেট ব্যারিস্টার সোহান খান, নর্থ সাউথ ইউনিভার্সিটির সাউথ এশিয়ান ইনস্টিটিউট অব পলিসি অ্যান্ড গভর্ন্যান্সের সহকারী অধ্যাপক ড. এম মাহফুজুল হক, জাপান বাংলাদেশ চেম্বার অব কমার্সের সাধারণ সম্পাদক ও পরিচালক তারেক রাফি ভূঁইয়া (জুন), ব্র্যাকের মানবাধিকার ও আইনি সহায়তা সেবার পরিচালক ব্যারিস্টার এস কে জেনেফা খানম জব্বার, ভারতের নিশীথ দেশাই অ্যাসোসিয়েটসের পার্টনার গৌরি গোখালে।
বিয়াকের পরিচালক এমএ আকমল হোসাইন আজাদের সঞ্চালনায় এতে সমাপনী বক্তব্য দেন বিয়াকের চেয়ারম্যান ও ইন্টারন্যাশনাল চেম্বার অব কমার্স-বাংলাদেশের প্রেসিডেন্ট মাহবুবুর রহমান।