হবিগঞ্জে মধুমতি ব্যাংকের ৪৬তম শাখা উদ্বোধন
হবিগঞ্জে গতকাল ২২ জুন ২০২১ইং তারিখ মধুমতি ব্যাংকের ৪৬তম শাখা চালু করা হয়েছে। গতকাল ভার্চুয়াল মাধ্যমে শাখাটির উদ্বোধন করেন ব্যাংকের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান হুমায়ূন কবীর।
এ সময় হবিগঞ্জ সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও হবিগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির প্রেসিডেন্ট মোতাচ্ছিরুল ইসলাম, হবিগঞ্জ পৌরসভার মেয়র আতাউর রহমান সেলিম, মধুমতি ব্যাংকের এমডি ও সিইও মো. সফিউল আজম, ডিএমডি ও সিবিও কাজী আহসান খলিল, ডিএমডি ও সিওও শাহনেওয়াজ চৌধুরী, করপোরেট ও ইনভেস্টমেন্ট ব্যাংকিং বিভাগের প্রধান মো. শাহীন হাওলাদার এবং হবিগঞ্জ শাখার ব্যবস্থাপক মো. মতলুবর রহমান উপস্থিত ছিলেন।