ধোবাউড়া থানা পরিদর্শন করেন অতিরিক্ত ডিআইজি শাহ্ মোঃ আবিদ হোসেন
ফয়সাল আহম্মেদ (ধোবাউড়া):
মঙ্গলবার সকালে ময়মনসিংহের ধোবাউড়া থানা পরিদর্শন করেন ময়মনসিংহের অতিরিক্ত ডিআইজি শাহ্ মোঃ আবিদ হোসেন বিপিএম (বার)। এ সময় লাল গালিচা, গার্ড অফ অনার ও ফুলের তোরা দিয়ে সংবর্ধনা দেওয়া হয় শাহ্ মোঃ আবিদ হোসেন কে। এ সময় উপস্থিত ছিলেন ফুলপুর সার্কেল দীপক চন্দ্র মজুমদার, ওসি আবুল কালাম আজাদ, ওসি তদন্ত মোঃ জালাল উদ্দিন সহ অন্যান্য পুলিশ কর্মকর্তাগন। পরিদর্শন শেষে থানা চত্বরে মাল্টা গাছের চারা রোপন করেন শাহ মোঃ আবিদ হোসেন। এ সময় ওসি আবুলকালাম আজাদ বলেন, তিনি ধোবাউড়া থানায় যোগদান করার পর থেকে স্থাপন করেছেন একটি মোটরসাইকেল গ্যারেজ ,লাশঘর, আগুন নেভানোর গ্যাস সিলেন্ডার, মেইন রোড থেকে রাস্তা পাকা করন, মসজিদের ইমাম সাহেবের থাকার ঘর, ধোবাউড়া থেকে ২৫ কিলোমিটার দূরে মেঘালয় থেকে আশা চোরাচালান প্রাইম বন্ধ করার জন্য সিসি ক্যামেরা স্থপান, অস্ত্র ভা-ারে এসি সহ ধোবাউড়া থানাকে দালাল মুক্ত করতে সক্ষম হয়েছেন।