শিরোনাম

South east bank ad

মুন্সিগঞ্জে সর্বাত্মক লকডাউন

 প্রকাশ: ২২ জুন ২০২১, ১২:০০ পূর্বাহ্ন   |   অটোমোবাইল

কায়সার সামির (মুন্সিগঞ্জ):

করোনা ভাইরাসের বিস্তার বৃদ্ধি পাওয়াতে ঢাকার আশপাশের ৭টি জেলায় সর্বাত্মক লকডাউন ঘোষণা করা হয়েছে। এরমধ্যে মুন্সিগঞ্জে জেলায় কঠোর লকডাউন চলবে বলে জানান জেলা প্রশাসক মনিরুজ্জামান তালুকদার।

গতকাল রাতে করোনা ভাইরাস প্রতিরোধ কমিটি বৈঠক শেষে তিনি জানান, ২২ জুন সকাল ৬ টা থেকে ৩০ জুন মধ্যরাত পর্যন্ত লকডাউন থাকবে। জরুরী পরিসেবা ছাড়া কোন ধরনের যানবাহন চলবে না। জেলা থেকে কোন মানুষ বাইরে যাবে না, তেমনি বাইরের থেকে কোন মানুষ মুন্সিগঞ্জ ঢুকতে পারবে না। প্রতিটি উপজেলায় মো নির্দেশ দেওয়া হয়েছে।

তাছাড়া, জেলার ১০টি প্রবেশ মুখে চেকপোস্ট বসানো হয়েছে। অতিরিক্ত পুলিশের পাশাপাশি লকডাউন কার্যকর করতে মাঠে মেজিস্ট্রেটও থাকছে। জেলার লঞ্চ টার্মিনাল থেকে সকল ধরনের লঞ্চ চলাচল বন্ধ রয়েছে। শুধু অ্যাম্বুলেন্স ও জরুরী পণ্য পরিবহনের জন্য শিমুলিয়া-কাঁঠালবাড়ি নৌরুটের ফেরি সীমিত পরিসরে চলাচল করবে।

বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিসি) শিমুলিয়া ঘাটের উপ-মহাব্যবস্থাপক (এজিএম) শফিকুল ইসলাম জানান, সরকারের নির্দেশনা অনুযায়ী ঘাটের সকল নৌযান চলাচল বন্ধ রয়েছে। তবে অ্যাম্বুলেন্স ও জরুরী সেবার যানবাহনসহ পণ্যবাহী যানবাহন পারাপারের জন্য সীমিত পরিসরে ফেরি সার্ভিস চালু রাখা হয়েছে। বতর্মানে ঘাট এলাকায় ওপারে যাবার অপেক্ষায় ৭০ থেকে ৮০ টি পণ্যবাহী ট্রাক রয়েছে।

BBS cable ad

অটোমোবাইল এর আরও খবর: