শিরোনাম

South east bank ad

দুর্গাপুর ও কলমাকান্দা উপজেলায় কঠোর বিধিনিষেধ

 প্রকাশ: ২১ জুন ২০২১, ১২:০০ পূর্বাহ্ন   |   অটোমোবাইল

এইচ. এম জোবায়ের হোসাইন:

করোনাভাইরাসের সংক্রমণ আশঙ্কাজনক হারে বাড়তে থাকায় নেত্রকোনার সীমান্তবর্তী দুই উপজেলায় কঠোর বিধিনিষেধ জারি করেছে প্রশাসন। ভারতীয় সীমান্তবর্তী উপজেলা দুটি হলো- দুর্গাপুর ও কলমাকান্দা।

সোমবার বিকেলে নেত্রকোনার জেলা প্রশাসক কাজি মো. আব্দুর রহমান এ তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, করোনাভাইরাসের সংক্রমণ প্রতিরোধের জন্যই মূলত সীমান্তবর্তী দুর্গাপুর ও কলমাকান্দা উপজেলায় কঠোর বিধিনিষেধ জারি করা হয়েছে। এছাড়া কারো শরীরে করোনাভাইরাস শনাক্ত হওয়ার খবর পেলেই তাকে দ্রুত কোয়ারেন্টাইনে পাঠানোর ব্যবস্থা করা হচ্ছে। পরিস্থিতি বিবেচনা করে পরবর্তীতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

কলমাকান্দার ইউএনও মো. সোহেল রানা জানান, জেলা প্রশাসন ও জেলা করোনা প্রতিরোধ কমিটির নির্দেশে রোববার রাত থেকেই উপজেলা প্রশাসনের পক্ষ থেকে গণবিজ্ঞপ্তি জারি করা হয়েছে। একই সঙ্গে মাইকিং করেও বিষয়টি উপজেলার জনগণকে জানানো হয়েছে।

তিনি আরো জানান, সীমান্তবর্তী রংছাতি, খারনৈ ও লেঙ্গুরা ইউনিয়নে সন্ধ্যা ৬টার পর ওষুধের দোকান ছাড়া বাজার ও সব দোকানপাট বন্ধ থাকবে। বিশেষ প্রয়োজন ছাড়া কেউ বাড়ির বাইরে যেতে পারবে না। জরুরি প্রয়োজনে মাস্ক পরে, হ্যান্ড স্যানিটাইজার ব্যবহার করে অন্যান্য স্বাস্থ্যবিধি মেনে চলাচল করতে হবে। দিনের বেলা কাঁচাবাজারগুলো উম্মুক্ত স্থানে নিয়ে সামাজিক দূরত্ব বজায় রাখতে হবে।

একই বিধিনিষেধ জারি করা হয়েছে দুর্গাপুরেও। এ তথ্য নিশ্চিত করেছেন দুর্গাপুরের ইউএনও মোহাম্মদ রাজীব-উল-আহসান।

নেত্রকোনার সিভিল সার্জন ডা. মোহাম্মদ সেলিম মিয়া জানান, জুন মাসের শুরু থেকেই সীমান্তবর্তী এলাকাগুলোতে করোনা সংক্রমণ বৃদ্ধি পাচ্ছে। করোনা সংক্রমণ প্রতিরোধে জেলা স্বাস্থ্য বিভাগ তৎপর রয়েছে।

BBS cable ad

অটোমোবাইল এর আরও খবর: