শিরোনাম

South east bank ad

ঝালকাঠিতে জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদকসহ আহত ৫জন

 প্রকাশ: ২১ জুন ২০২১, ১২:০০ পূর্বাহ্ন   |   অটোমোবাইল

মোঃ রাজু খান (ঝালকাঠি):

ঝালকাঠি পৌর নির্বাচনে শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণ চললেও শেষ মুহুর্তে উত্তেজনা ও সংঘর্ষে জড়িয়ে পড়ে প্রাথর্ী ও সমর্থকরা। এতে জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক হাবিবুর রহমান হাবিলসহ ৫জন আহত হয়। ২১জুন সোমবার ঝালকাঠি পৌরসভার ৯টি ওয়ার্ডের ২২টি ভোট কেন্দ্রে ভোটগ্রহণ করা হয়। এরমধ্যে উদ্বোধন মাধ্যমিক বিদ্যালয়, বাসন্ডা সরকারী প্রাথমিক বিদ্যালয়, জেবিআই ইউনিয়ন মাধ্যমিক বিদ্যালয়ে কাউন্সিলর পদে প্রতিদ্বন্দ্বি প্রাথর্ী ও সমর্থকদের মধ্যে উত্তেজনা দেখা দেয়। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী লাঠিচার্জ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

প্রত্যক্ষদশর্ীরা জানায়, উদ্বোধন মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্রে সকাল থেকেই ইভিএম পদ্ধতিতে সুষ্ঠভাবে ভোট গ্রহণ চলছিলো। বিকেল ৩টার দিকে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতাকারী একটি দল কেন্দ্রের সামনে গিয়ে ধীরগতিতে ভোটার নেয়া হচ্ছে বলে উত্তেজিত হয়ে ওঠে। ইটপাটকেল নিক্ষেপ ও হামলা, ভাঙচুর শুরু করে। এতে জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক ও টেবিল লাইট প্রতিকের প্রাথর্ী হাবিবুর রহমান হাবিলসহ ৫জন আহত হয়েছে। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। আহত হাবিবুর রহমান হাবিল ঝালকাঠি সদর হাসপাতকালে ভর্তি আছে।

অপরদিকে পৌর এলাকার ৬নং বাসন্ডা ওয়ার্ডের জেবিআই ইছানীল মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্রে ভোট দিতে গেলে এক কাউন্সিলর প্রাথর্ীকে কেন্দ্র থেকে তাড়িয়ে দেয় প্রতিদ্বন্দ্বি প্রাথর্ীর লোকজন। বাসন্ডা সরকারী প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের ভিতরে দুপক্ষের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটেছে বলে জানিয়েছেন প্রত্যক্ষদর্শীর্রা সিনিয়র সহকারী পুলিশ সুপার নুরুল হক জানান, উদ্বোধন মাধ্যমকি বিদ্যালয় কেন্দ্রে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতাকারী একটি পক্ষ দলবল নিয়ে কেন্দ্রে ঢোকার চেষ্টা করলে তাদের বাধা দেয়া হয়। এতে কেন্দ্রের বাইরে উত্তেজনা ছড়িয়ে পড়ে। পরে বিজিবি, র‍্যাব ও পুলিশের স্ট্রাইকিং ফোর্স ঘটনাস্থলে গিয়ে মৃদু লাঠি চার্জ কওে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

BBS cable ad

অটোমোবাইল এর আরও খবর: