চট্টগ্রামে ইমপেরিয়াল হাসপাতালের দ্বিতীয় বর্ষপূর্তি উদযাপিত
চট্টগ্রামে বেসরকারি চিকিৎসাকেন্দ্র ইমপেরিয়াল হাসপাতালের দ্বিতীয় বর্ষপূর্তি অনুষ্ঠানের উদযাপন করা হয়। গতকাল রোববার ২০ জুন ২০২১ইং তারিখ হাসপাতালের অডিটরিয়ামে বর্ষপূর্তি উপলক্ষে সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। এ সময় উপস্থিত ছিলেন হাসপাতালটির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান অধ্যাপক ডা. রবিউল হোসেন, ইমপেরিয়াল হাসপাতালের বোর্ড অব ডিরেক্টরসের সিনিয়র সদস্য এমএ মালেক, হাসপাতালের এমডি আমজাদুল ফেরদৌস চৌধুরী, হাসপাতালের একাডেমিক কো-অর্ডিনেটর ডা. আরিফ উদ্দিন আহমেদ।
এ সময় ইমপেরিয়াল হাসপাতালের ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরে অধ্যাপক ডা. রবিউল হোসেন বলেন, এ বছরে শুরু হতে যাচ্ছে ‘চট্টগ্রাম ইমপেরিয়াল কলেজ অব নার্সিং’।
২০১৯ সালের ১৫ জুন শনিবার চট্টগ্রামে ৪০০ শয্যাবিশিষ্ট আন্তর্জাতিক মানের ইমপেরিয়াল হাসপাতাল যাত্রা শুরু করেছিল।