শিরোনাম

South east bank ad

সম্পন্ন হলো পদ্মা সেতুর রেলওয়ে স্ল্যাব বসানো

 প্রকাশ: ২০ জুন ২০২১, ১২:০০ পূর্বাহ্ন   |   অটোমোবাইল

কায়সার সামির (মুন্সিগঞ্জ):

পদ্মা সেতুর মাওয়া প্রান্তের ১২ ও ১৩ নম্বর পিলারের ওপর বসানো হয়েছে রেলওয়ে দুটি স্ল্যাব। এরই মধ্যে শেষ হলো ৬ দশমিক ১৫ কিলোমিটার পদ্মাসেতুর রেলওয়ে স্ল্যাব বসানোর কাজ। মূল সেতুর ৪২টি পিলারের ৪১টি স্প্যানে স্ল্যাব বসাতে সময় লেগেছে ৩২ মাস ২৬ দিন। সেতুতে বসানো হয়েছে ২ হাজার ৯৫৯টি স্ল্যাব। রোববার বিকেলে দিকে এই তথ্য নিশ্চিত করেন পদ্মা বহুমুখী সেতু প্রকল্পের নির্বাহী প্রকৌশলী সৈয়দ রজব আলী।

তিনি জানান, সকালে মাওয়া প্রান্তের ১২ ও ১৩ নম্বর পিলারে দুইটি স্ল্যাব বসানোর মাধ্যমে সম্পন্ন হলো রেলওয়ে স্ল্যাব বসানোর কাজ। এছাড়া স্ল্যাবের বিভিন্ন স্থানে আনুষঙ্গিক কিছু কাজও বাকি আছে। সবকিছু ঠিকঠাক থাকলে আগামী বছর ফেব্রুয়ারি মাসে রেল লাইন বসানোর কাজ শুরু হতে পারে।

জানা যায়, ১৫ সেপ্টেম্বর ২০১৮ সালে জাজিরায় ৪১ ও ৪২ নম্বর পিলারে বসানো হয়েছিল প্রথম রেলওয়ে স্ল্যাব। ৮ টন ওজনের একেকটি স্ল্যাবের দৈর্ঘ্য ২ মিটার এবং প্রস্থ ৫ দশমিক ১৫ মিটার।

BBS cable ad

অটোমোবাইল এর আরও খবর: