মিঠামইনে টেটাবিদ্ধ আহত পলাশের পাশে থানা পুলিশ
ঢাকা বিভাগের কিশোগঞ্জের মিঠামইন উপজেলায় গতকাল শনিবার ১৯ জুন ২০২১ইং তারিখ সকাল সাড়ে ১০টার সময় জমিসংক্রান্ত পূর্ব বিরোধের জেরে কোলাহানি হাওরে আপন চাচা ও ভাতিজার দুই দলের মধ্যে সংঘর্ষ হয়।
এতে ভতিজা পক্ষের পলাশ মারাত্বকভাবে টেটাবিদ্ধ হন। তাকে চিকিৎসার জন্য মিঠামইন উপজেলা হাসপাতালে আনা হলে উন্নত চিকিৎসার জন্য কিশোরগঞ্জে পাঠানো হয়। কিন্তু তার সঙ্গে একজন স্বজন থাকায় তাকে দেখে অফিসার ইনচার্জ মিঠামইন থানা তাৎক্ষণিকভাবে স্পীড বোট করে চিকিৎসার জন্য কিশোরগঞ্জে পাঠান।