আইসিএমএবির সিএমএ পরীক্ষায় উত্তীর্ণ ৩৯ শিক্ষার্থীকে সংবর্ধনা
ইনস্টিটিউট অব কস্ট অ্যান্ড ম্যানেজমেন্ট অ্যাকাউন্ট্যান্টস অব বাংলাদেশ (আইসিএমএবি) -এর সিএমএ ডিগ্রি অর্জনকারী শিক্ষার্থীদের সংবর্ধনা দেওয়া হয়েছে। গত বৃহস্পতিবার ১৭ জুন ২০২১ইং তারিখ সন্ধ্যায় রাজধানীর নীলক্ষেতে আইসিএমএবি রুহুল কুদ্দুস অডিটরিয়াম অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাণিজ্য মন্ত্রণালয়ের সচিব তপন কান্তি ঘোষ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাউথ এশিয়ান ফেডারেশন অব অ্যাকাউন্ট্যান্টস (সাফা) -এর প্রেসিডেন্ট এবং ইনস্টিটিউটের সাবেক প্রেসিডেন্ট এ কে এম দেলোয়ার হোসেন এফসিএমএ।
তপন কান্তি ঘোষ ডিসেম্বর ২০২০ সিএমএ সমাপনী পরীক্ষায় চূড়ান্তভাবে উত্তীর্ণ ৩৯ জন শিক্ষার্থীকে অভিনন্দন জানান। তিনি উত্তীর্ণ মেয়ে শিক্ষার্থীদের ভূয়সী প্রশংসা করেন। ভারত ও পাকিস্তানের চেয়ে বাংলাদেশে নারীরা শ্রমশক্তিতে এগিয়ে রয়েছেন। নবীন উত্তীর্ণ শিক্ষার্থীদের উদ্বুদ্ধ করার পাশাপাশি তিনি ইনস্টিটিউট এবং সিএমএ পেশার সার্বিক উন্নয়নে পাশে থাকার প্রতিশ্রুতি দেন এবং উত্থাপিত বিভিন্ন প্রস্তাবনার বিষয়ে যথাযথ ভূমিকা রাখবেন বলে আশ্বাস দেন।
এ কে এম দেলোয়ার হোসেন এফসিএমএ বলেন, সিএমএ পেশাদারগণ তাদের পেশাগত ভূমিকার মাধ্যমে অর্থনীতির বিভিন্ন খাতে স্বচ্ছতা আনয়ন করতে পারবেন। কস্ট অডিটর হিসেবে যথার্থ স্বীকৃতি দেওয়ার কথা স্মরণ করে তিনি বাণিজ্য মন্ত্রণালয়ের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। ডিসেম্বর ২০২০ সিএমএ পরীক্ষায় চূড়ান্তভাবে উত্তীর্ণ ৩৯ জন শিক্ষার্থীকে তিনি অভিনন্দন জানান।
আইসিএমএবি প্রেসিডেন্ট আবু বকর ছিদ্দিক এফসিএমএ দেশের সার্বিক উন্নয়ন এবং মানুষের কল্যাণে কাজের জন্য নতুন উত্তীর্ণ সিএমএদের আহ্বান জানান।তাদের সাফল্যে অভিনন্দন জানিয়ে তিনি আরও বলেন, এই সাফল্যের পেছনে তাদের পরিবারের অনেক অবদান রয়েছে। আজকের সাফল্যের মাধ্যমে তাদের নতুন দায়িত্ব শুরু হলো। পেশা এবং ইনস্টিটিউটের প্রতি দায়বদ্ধতা রেখে যথাযথ উন্নয়নের জন্য তিনি তাদের উদ্বুদ্ধ করেন।
অনুষ্ঠানে আরও বক্তব্য দেন ইনস্টিটিউটের ভাইস প্রেসিডেন্ট মো. মনিরুল ইসলাম এফসিএমএ, সচিব কাজী মোহাম্মদ জিয়াউদ্দিন এফসিএমএ এবং কোষাধ্যক্ষ একেএম কামরুজ্জামান এফসিএমএ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন কাউন্সিল সদস্য মো. আলী হায়দার চৌধুরী এফসিএমএ।