রূপালী ব্যাংকের বুনিয়াদি প্রশিক্ষণ কোর্সের সমাপনী অনুষ্ঠান
রূপালী ব্যাংক লিমিটেডে নতুন যোগ দেওয়া শিক্ষানবিশ সিনিয়র অফিসারদের মাসব্যাপী ব্যাংকিং বুনিয়াদি প্রশিক্ষণ কোর্সের সমাপনী অনুষ্ঠান ভার্চ্যুয়াল প্ল্যাটফর্মে অনুষ্ঠিত হয়েছে।
গত বৃহস্পতিবার ১৭ জুন ২০২১ইং তারিখ রূপালী ব্যাংক ট্রেনিং একাডেমি আয়োজিত কোর্সের সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে অংশ নেন ব্যাংকের চেয়ারম্যান কাজী সানাউল হক।
তিনি নবীন কর্মকর্তাদের ওপর অর্পিত দায়িত্ব সততা ও নিষ্ঠার সঙ্গে পালন করার জন্য আহ্বান জানান।এছাড়াও ব্যাংকিং বিষয়ে জ্ঞানার্জনের ওপর গুরুত্বারোপ করেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক খন্দকার আতাউর রহমান। প্রশিক্ষণ কোর্সে ব্যাংকে নতুন যোগদান করা ৭২ জন সিনিয়র অফিসার অংশ নেন।
এ সময় সমাপনী অনুষ্ঠানে ট্রেনিং একাডেমির প্রিন্সিপাল মো. সাফায়েত হোসেন, কোর্স ডিরেক্টর ও এজিএম মো. শাহিদুর রহমানসহ অন্য কর্মকর্তারা অংশ নেন।