শরীয়তপুর জেলা প্রশাসনের মাশরুম চাষ প্রশিক্ষণ কর্মসূচি
শরীয়তপুর জেলা প্রশাসকের তিন বছর মেয়াদী কর্মপরিকল্পনার অংশ হিসেবে তরুণ উদ্যোক্তাদের বৈজ্ঞানিক উপায়ে দিনব্যাপী "মাশরুম চাষ প্রশিক্ষণ কর্মসূচি" গতকাল ১৯ জুন জেলা প্রশাসনের আয়োজনে এবং জেলা পরিষদের সহযোগিতায় জেলাপ্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়।
প্রশিক্ষণে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মোঃ আখতার হোসেন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুব উন্নয়ন অধিদপ্তরের মহাপরিচালক মোঃ আজহারুল ইসলাম খান, ও জেলা পরিষদ চেয়ারম্যান মোঃ ছাবেদুর রহমান খোকা শিকদার। শরীয়তপুর জেলা প্রশাসক উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন।
প্রশিক্ষণে প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন জনাব বাবুল আক্তার, ব্যবস্থাপনা পরিচালক, ড্রিম মাশরুম সেন্টার এবং তার টিম।প্রশিক্ষণে শরীয়তপুর জেলার তরুণ উদ্যোক্তাগণ অংশগ্রহণ করেন।