রাজবাড়ীতে ১০দিন ব্যাপি সাঁতার প্রশিক্ষণ উদ্বোধন
খন্দকার রকিউল ইসলাম (রাজবাড়ী)
রাজবাড়ীতে শিশুর জীবন সুরক্ষা ও দক্ষতা উন্নয়নে তৃর্ণমূল পর্যায়ে ক্রীড়া প্রতিভা অন্বেষন কর্মসূচী ২০২০-২০২১, ১০দিন ব্যাপি সাঁতার প্রশিক্ষণ অনুর্ধ ১৬ এর কর্মসূচী উদ্বোধন করা হয়েছে।
জাতীয় ক্রিড়া পরিষদের সহযোগিতায় রাজবাড়ী সুইমিং পুলে ১৪ থেকে ১৮ বছরে কিশোর কিশোরিও কোমলমতি শিশু কিশোর, সৌখিন সাতারুদের ১০ দিন ব্যাপি প্রশিক্ষন দেয়া হবে।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ও জেলা ক্রিড়া সংস্থা সহ সভাপতি মোঃ মাহাবুর রহমান শেখ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার মোঃ সালাউদ্দিন।
জেলা ক্রিড়া সংস্থার সাধারণ সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম শফির উপস্থাপনায় অনুষ্ঠিত অনুষ্ঠানে অন্যআন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, জেলা আওয়ামী লীগের সহ সভাপতি হেদায়েত আলী সোরহাব, জেলা ক্রিড়া সংস্থার কোষাদক্ষ্য এড. তোসলিম আহাম্মেদ তপন।
১০দিন ব্যাপি কিশোর কিশোরীদে সাঁতারের প্রশিক্ষণ দিবেন জাতীয় সাতাঁর প্রশিক্ষক মোঃ গোলাম সোরয়ার, স্থানীয় সাতাঁর প্রশিক্ষক রোমানা আক্তার, রফিকুল ইসলাম।
২০০৩ সালে রাজবাড়ি শহরে ৩ একর জমির উপর নির্মিত হয় আন্তর্জাতিক মানের সুইমিং পুল। সেখানে প্রশিক্ষণের মাধ্যমে উঠে এসেছে বহু সাঁতারু। কিন্তু অর্থাভাবে ২০০৭ সালে বন্ধ হয়ে যায় সুইমিং পুলটি। এরপর একাধিকবার উদ্যোগ নেয়া হলেও অর্থসংকটে আর তা চালু হয়নি।
সাবেক সাঁতারু ও বর্তমান প্রশিক্ষক রোমানা আক্তার জানান এক সময় সাঁতারে দেশ-বিদেশে ব্যাপক সুনাম কুড়িয়েছেন রাজবাড়ীর সাঁতারুরা। কিন্তু সুইমিং পুলটি অচল থাকায় প্রতিভার বিকাশ ঘটাতে পারছেনা তারা। দীর্ঘদিন পরে আবার সাতাঁর প্রশিক্ষণ শুরু হয়েছে। ১০দিন ব্যাপি এ প্রশিক্ষণে একজন প্রশিক্ষক হিসেবে কাজ করতে পারবো সে জন্য খুবই ভালো লাগছে। আমি আমার সবটুকু দিয়ে চেষ্টা করবো নতুন সাতারু তৈরি করতে।