লালমনিরহাটে বাইসাকেলের টায়ারে গাঁজাসহ একজন আটক!
রংপুর বিভাগের লালমনিরহাট জেলা গোয়েন্দা শাখার অভিযানে লালমনিরহাট থানার মোগলহাট ইউনিয়নের কর্ণপুর গ্রামের ১ নং ওয়ার্ডের মোগলহাট বাজাইটারী ঘাট থেকে একটি পুরাতন বাইসাকেলের দুই টায়ারের মধ্যে বেনী আকারে রাখা এক কেজি মাদকদ্রব্য গাঁজাসহ একজনকে গ্রেফতার করেছে পুলিশ।
এ বিষয়ে লালমনিরহাট সদর থানায় মামলার প্রস্তুতি চলছে। উদ্ধারকারী এসআই মো. আলমগীর হোসাইন, কনস্টেবল মো. আবু রাসেল কবির, মো রাশেদ মিয়া, মো. জাহাঙ্গীর আলম সবাই জেলা গোয়েন্দা শাখা লালমনিরহাটে কর্মরত।