ঝালকাঠি পুলিশ সুপারের বিভিন্ন ভোট কেন্দ্র পরিদর্শন
ঝালকাঠি পৌরসভা ও ৩১টি ইউনিয়নে আগামী সোমবার ২১ জুন ২০২১ইং তারিখ নির্বাচন। এতে প্রতিদ্বন্দ্বিতা করছেন পৌর মেয়র পদে তিনজন, সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদে (পৌর এলাকায়) ১৬জন, সাধারণ কাউন্সিলর পদে ৩১জন, ইউপি চেয়ারম্যান পদে ১০১জন, সংরক্ষিত মহিলা সদস্য পদে ৩০৭জন এবং সাধারণ সদস্য পদে ৯৯৯জন। ৩১৩টি কেন্দ্রের ১৫০২টি কক্ষে এই ভোট অনুষ্ঠিত হবে।
নির্বাচনে ৪ লাখ ৭৩ হাজার ৬৪০জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন। এদিন ৩১৩জন প্রিজাইডিং অফিসার, ১৫০২ জন সহকারী প্রিজাইডিং অফিসার এবং তিন হাজার চারজন পোলিং এজেন্ট দায়িত্ব পালন করবেন বলে জেলা নির্বাচন অফিস সূত্রে জানা যায়।
ঝালকাঠি পৌরসভা নির্বাচনে মেয়র পদে আ.লীগ মনোনীত নৌকা প্রতিকে বর্তমান মেয়র ও পৌর আ. লীগের সভাপতি লিয়াকত আলী তালুকদার, স্বতন্ত্র প্রার্থী সাবেক মেয়র আফজাল হোসেন নারিকেল গাছ প্রতিকে ও ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত হাতপাখা প্রতিকে হাবিবুর রহমান প্রতিদ্বন্দ্বিতা করছেন। পৌরসভার ৯টি ওয়ার্ডের ৩টিতে বিনা প্রতিদ্বন্দ্বিতায় কাউন্সিলর নির্বাচিত হওয়ায় ৬টি ওয়ার্ডে ৩১জন এবং সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদে ১৬জন প্রতিদ্বন্দ্বিতা করছেন।
সূত্রে জানা যায়, পৌর এলাকায় ২২টি ভোটকেন্দ্রের ১৩১টি কক্ষে ২২জন প্রিজাইডিং অফিসার, ১৩১জন সহকারী প্রিজাইডিং ও ২৬২জন পোলিং এজেন্ট দায়িত্ব পালন করবেন। পৌর এলাকায় ৩৯ হাজার ৬৩৬জন ভোটারের মধ্যে ১৯ হাজার ৪৭৬জন পুরুষ এবং ২০ হাজার ১৬০জন নারী ভোটার রয়েছেন।
জেলার ৩১টি ইউনিয়নের মধ্যে ৫টি ইউনিয়নে ইলেক্ট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) পদ্ধতিতে ভোট নেয়া হবে। এতে আ.লীগ মনোনীত নৌকা প্রতীকের চেয়ারম্যান প্রার্থীসহ প্রতিদ্বন্দ্বিতা করছেন ২০জন। সংরক্ষিত সদস্য পদে ৪৯ জন এবং সাধারণ সদস্য পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন ১৫৫জন। ৪৮টি ভোটকেন্দ্রের ২৪০টি কক্ষে ৪৮জন প্রিজাইডিং অফিসার, ২৪০জন সহকারী প্রিজাইডিং ও ৪৮০জন পোলিং এজেন্ট দায়িত্ব পালন করবেন। এ ৫টি ইউনিয়নে ৭৪ হাজার ৮২৯জন ভোটারের মধ্যে ৩৮ হাজার ১৮৪জন পুরুষ ও ৩৬ হাজার ৬৪৫জন নারী ভোটার রয়েছেন।
ব্যালটের মাধ্যমে ২৬টি ইউনিয়নে নির্বাচন অনুষ্ঠিত হবে।চেয়ারম্যান পদে আ.লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থীসহ প্রতিদ্বন্দ্বিতা করছেন ৮১জন। সংরক্ষিত সদস্য পদে ২৫৮জন এবং সাধারণ সদস্য পদে ৮৪৪জন প্রতিদ্বন্দ্বিতা করছেন। ২৪৩টি ভোটকেন্দ্রের ১১৩১টি কক্ষে ২৪৩জন প্রিজাইডিং অফিসার, ১১৩১জন সহকারী প্রিজাইডিং ও ২২৬২জন পোলিং এজেন্ট দায়িত্ব পালন করবেন। ২৬টি ইউনিয়নে ৩ লাখ ৫৯ হাজার ১৭৫জন ভোটারের মধ্যে ১লাখ ৮২ হাজার ৭৫৩জন পুরুষ ও ১ লাখ ৭৬ হাজার ৪২২জন নারী ভোটার রয়েছেন।
ঝালকাঠি পৌর নির্বাচনের রিটার্নিং অফিসার ও সার্বিক বিভাগের অতিরিক্ত জেলা প্রশাসক মো. কামাল হোসেন এবং ইউনিয়ন পরিষদ নির্বাচনের রিটার্নিং অফিসার ও জেলা নির্বাচন কর্মকর্তা অহিদুজ্জামান মুন্সি বলেন, আগামী সোমবার ২১ জুন ২০২১ইং তারিখ সুষ্ঠুভাবে নির্বাচন সম্পন্ন করতে ইতিমধ্যে সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে।
নির্বাচনের সময় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশের পাশাপাশি বিজিবি ও র্যা ব মাঠ পর্যায়ে কাজ করবে।
আসন্ন পৌরসভা ও ইউনিয়ন পরিষদ নির্বাচন ২০২১ উপলক্ষে গতকাল শুক্রবার ১৮ জুন ২০২১ইং তারিখ ঝালকাঠি পুলিশ সুপার ফাতিহা ইয়াসমিন বিভিন্ন ভোট কেন্দ্র পরিদর্শন করেন। এসময় জেলার অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।