রাজাপুরে গৃহবধুর ঝুলন্ত লাশ উদ্ধার
মোঃ রাজু খান (ঝালকাঠি):
ঝালকাঠির রাজাপুরে ফাতিমা বেগম (২৬) নামে এক গৃহবধুর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার রাতে উপজেলার সদর ইউনিয়নের ছোট কৈবর্তখালী (ফকিরহাট) এলাকার নুরুল হক মোল্লার বাড়ি থেকে উদ্ধার করা হয়। ফাতিমা ঐ বাড়ির সৌদি প্রবাসী মো. প্রিন্স মোল্লার স্ত্রী।
নিহতের শ্বশুর মো. নুরুল হক মোল্লা জানান, ঘটনার দিন ফাতিমা ও তার ছয় বছরের ছেলে রাফি বাড়িতে ছিল। নুরুল হক সারাদিন মাঠে কাজ করে আছরবাদ বাড়িতে এসে খাবার খেয়ে বাজারে চলে যায়। রাফিও বাড়ির পাশে তার মাহিনুর ফুপুর বাড়িতে যায়। সন্ধ্যায় রাফি বাড়িতে ফিরে ঘরের দরজা-জানালা বন্ধ দেখে মাকে ডাকাডাকি করে কোন সাড়া-শব্দ না পেয়ে দাদা নুরুল হককে ফোনে খবর দেয়। খবর পেয়ে নুরুল হক বাড়িতে এসে দরজা-জানালা ভিতর থেকে সব বন্ধ দেখে থানা পুলিশে খবর দেয়। পুলিশ ঘটনা স্থলে গিয়ে দরজা ভেঙ্গে ঘরের দ্বোতলায় আড়ার সাথে গলায় ফাঁস লাগানো ঝুলন্ত অবস্থা থেকে ফাতিমার লাশ উদ্ধার করে থানায় নেয়। রাজাপুর থানা অফিসার ইনচার্জ (ওসি) মো. শহিদুল ইসলাম বলেন, এ ঘটনায় একটি অপমৃত্যুর মামলা রেকর্ড করে শনিবার সকালে ঝালকাঠি সদর হাসপাতাল মর্গে লাশ ময়না তদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।