বাগেরহাটে জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের সমাপনী ও পুরষ্কার বিতরণী অনুষ্ঠান অংশ নিলেন পুলিশ সুপার
খুলনায় যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উদ্যোগে জেলা পর্যায়ে গতকাল শুক্রবার ১৮ জুন ২০২১ইং তারিখ বাগেরহাট শেখ হেলাল উদ্দিন স্টেডিয়ামে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট বালক (অনুর্ধ্ব-১৭) ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব, জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট, বালিকা (অনুর্ধ্ব-১৭) ২০২১-এর সমাপনী ও পুরষ্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বাগেরহাট জেলার পুলিশ সুপার কে. এম. আরিফুল হক (পিপিএম)উপস্থিত থেকে বিজয়ী এবং রানার্স আপ দলের খেলোয়াড়দের মধ্যে ট্রফি এবং মেডেল দেন।