দেশের প্রথম অর্থসচিব খন্দকার আসাদুজ্জামান’র স্ত্রী আর নেই
মোঃ আবু জুবায়ের উজ্জ্বল (টাঙ্গাইল)ঃ
টঙ্গাইল-২ (ভূঞাপুর-গোপালপুর) আসনের তিনবারের সাবেক সংসদ সদস্য, বাংলাদেশ সরকারের প্রথম অর্থ সচিব, প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাবেক উপদেষ্টা ও মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, প্রবীণ আওয়ামী লীগ নেতা খন্দকার আসাদুজ্জামান এর স্ত্রী কিডনি জটিলতায় আক্রান্ত হয়ে বসুন্ধরা ঢাকা এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শনিবার ভোর ৫টা১০মিনিটে মৃত্যুবরণ করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)। তার বয়স হয়েছিল ৮২ বছর।
সাবেক সংসদ সদস্য খন্দকার আসাদুজ্জামানের ছেলে খন্দকার মশিউজ্জামান রোমেল মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি সন্তান, নাতি-পুতিসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। পরিবারিক সূত্রে জানা গেছে, সাবেক সংসদ সদস্য খন্দকার আসাদুজ্জামানের স্ত্রী কুলসুম জামান’র প্রথম জানাজা গুলশান আজাদ মসজিদে অনুষ্ঠিত হওয়ার পর দ্বিতীয় জানাজা তার গ্রামের বাড়ি টাঙ্গাইলের গোপালপুর উপজেলার নারুচি গ্রামের মসজিদে মাগরিব নামাজ পর অনুষ্ঠিত হবে। সেখানে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে।