শিরোনাম

South east bank ad

মমেক’র শিক্ষার্থীদের করোনার টিকার প্রথম ডোজ দেয়া শুরু কাল

 প্রকাশ: ১৮ জুন ২০২১, ১২:০০ পূর্বাহ্ন   |   অটোমোবাইল

এইচ. এম জোবায়ের হোসাইনঃ

আগামীকাল ১৯ জুন থেকে করোনাভাইরাসের প্রথম ডোজের টিকাদান আবার শুরু হচ্ছে বলে জানিয়েছেন ময়মনসিংহ সিটি কর্পোরেশনের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ এইচ. কে দেবনাথ। আমরা অল্প সংখ্যক টিকা পেয়েছি তাই প্রথমে অগ্রাধিকার ভিত্তিতে মেডিকেল শিক্ষার্থীদের এই টিকা দেয়া হবে। এরপর ময়মনসিংহে অবস্থানকারী বিদেশী নাগরিক, বিশ্ববিদ্যালয়ে আবাসিক শিক্ষার্থীসহ অন্যান্য ফ্রন্টলাইনারদের অগ্রাধিকার ভিত্তিতে টিকা দেয়া হবে।

ময়মনসিংহ মেডিকেল কলেজের অধ্যক্ষ প্রফেসর ডাঃ চিত্তরঞ্জন দেবনাথ জানান, ময়মনসিংহ মেডিকেল কলেজের ২হাজার ২শত শিক্ষার্থীদের আজ থেকে করোনাভাইরাসের প্রথম ডোজের টিকাদান শুরু হচ্ছে।

টিকার স্বল্পতার কারণে প্রায় দুই মাস আগে প্রথম ডোজ টিকা দেওয়া বন্ধ হয়। প্রথম ডোজ হিসেবে চীনের সিনোফার্ম ও ফাইজার, এই দুই টিকাই দেওয়া হবে।

BBS cable ad

অটোমোবাইল এর আরও খবর: