ঝালকাঠি পৌরসভা নির্বাচনে নারী ভোটারই প্রার্থীদের ভরসা
মোঃ রাজু খান (ঝালকাঠি):
ঝালকাঠি পৌর এলাকায় পুরুষদের তুলনায় নারী ভোটার সংখ্যা বেশি হওয়ায় প্রার্থীদের ভরসা এখন নারী ভোটাররাই।
পৌরসভা নির্বাচনে ভোটার সংখ্যা ৩৯ হাজার ৬৩৬। নির্বাচনে মোট নারী ভোটার ২০ হাজার ১৬০জন এবং পুরুষ ভোটার ১৯হাজার ৪৭৬ জন। সেখানে পুরুষের চেয়ে নারী ভোটারের সংখ্যা ১হাজার ১৬০ জন বেশি।
ঝালকাঠি পৌরসভা নির্বাচনে মেয়র পদে আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতিকে বর্তমান মেয়র ও পৌর আ'লীগ সভাপতি লিয়াকত আলী তালুকদার, স্বতন্ত্র প্রার্থী সাবেক মেয়র আফজাল হোসেন নারিকেল গাছ প্রতিকে ও ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত হাতপাখা প্রতিকে হাবিবুর রহমান প্রতিদ্বন্দ্বিতা করছেন। পৌরসভার ৯টি ওয়ার্ডের ৩টিতে বিনা প্রতিদ্বন্দ্বিতায় কাউন্সিলর নির্বাচিত হওয়ায় ৬টি ওয়ার্ডে ৩১জনে এবং সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদে ১৬জনে প্রতিদ্বন্দ্বিতা করছেন। পৌর এলাকায় ২২টি ভোটকেন্দ্রে ১৩১ কক্ষে ২২জন প্রিজাইডিং অফিসার, ১৩১জন সহকারী প্রিজাইডিং ও ২৬২জন পোলিং অফিসার দায়িত্ব পালন করবেন। পৌর এলাকায় ৩৯হাজার ৬৩৬ জন ভোটারের মধ্যে ১৯হাজার ৪৭৬জন পুরুষ ও ২০হাজার ১৬০ জন নারী ভোটার রয়েছেন।
সচেতন মহল জানান, ঝালকাঠি পৌর এলাকায় পুরুষ ভোটারের চেয়ে নারী ভোটারদের আধিক্য লক্ষ্য করা গেছে। পুরুষের চেয়ে ১হাজার ১৬০জন নারী ভোটার বেশি রয়েছে। এজন্য প্রার্থীরা পুরুষদের পাশাপাশি নারী ভোটারদের দিকে বেশি গুরুত্ব দিচ্ছেন। নির্বাচনী প্রচার- প্রচারণা ও গণসংযোগে নারীদের অংশগ্রহণও চোখে পড়ার মতো। ভোটের ব্যবধানে যিনিই জয়ী হবেন, হিসেব করে দেখা যাবে নারী ভোটারদের কারনেই জয়ের মালা পড়তে পারবেন।
উল্লেখ্য, ইলেক্ট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) পদ্ধতিতে আগামী ২১জুন ঝালকাঠি পৌরসভার ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।