ময়মনসিংহের মুটকিভাঙা ব্রীজে ভাঙ্গন, আটকে শত শত যানবাহন
এইচ এম জোবায়ের হোসাইন:
ময়মনসিংহ শম্ভুগঞ্জের চায়নামোড় এর কাছে মুটকিভাঙা ব্রীজের কিছু স্ল্যাবে ভাঙন দেখা গেছে।
ভাঙনটি ৫ফুট লম্বা ও ৩ ফুট চওড়া। সড়ক ও জনপদ বিভাগ বেশ কয়েকদিন আগেই এই ব্রীজটিকে ঝুকিপূর্ণ চিহ্নিত করেছিল।
ব্রীজটি চড় ঝাউগায় অবস্থিত এবং এর দৈর্ঘ্য প্রায় ৫১ মিটার। এই ব্রীজটি দিয়ে ময়মনসিংহের সাথে নেত্রকোনা, শেরপুর,জামালপুর, সিলেট, চট্রগ্রামের সড়ক যোগাযোগের অন্যতম গুরুত্বপূর্ণ পথ।
ব্রীজটি ভেঙে যাওয়ায় আটকে পড়েছে হাজারো ছোট-বড় গাড়ি। গতকাল রাতে ঘটনাটি ঘটে, যার ফলে বিশাল যানজটের সৃষ্টি হয়েছে গতকাল রাতে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার জন্য ব্রীজে মেরামতের কাজ চলছে।
ট্রাফিক পুলিশেরা যানবাহনগুলোকে পাস করানোর চেষ্টা চালিয়ে যাচ্ছে এবং ময়মনসিংহ টিভির সাংবাদিকগণ জানিয়েছেন সেই ভাঙা স্ল্যাবে দুই একটি ছোট গাড়ির দুর্ঘটনার কবলে পড়েছিল।