ঝালকাঠিতে নির্বাচনী প্রচার-প্রচারণায় বাধা ও মাইক ভাঙচুরের অভিযোগ
ঝালকাঠি প্রতিনিধি:
ঝালকাঠির নলছিটি ও রাজাপুরে ইউনিয়ন পরিষদ নির্বাচনে প্রচার মাইক ভাংচুর এবং প্রচারণায় বাধা দেয়ার অভিযোগ উঠেছে। নলছিটির দপদপিয়া ইউপি চেয়ারম্যান পদে স্বতন্ত্র (বিদ্রোহী) প্রাথর্ী মো. মিজানুর রহমান ও রাজাপুর উপজেলার মঠবাড়ি ইউনিয়নের পুখরীজানা ওয়ার্ডে সদস্য প্রার্থী মো. দেলোয়ার হোসেন খলিফা পৃথকভাবে এ অভিযোগ করেন। নলছিটির দপদপিয়ার মিজানুর রহমান বৃহস্পতিবার তার বাসায় এবং রাজাপুরের পুখরীজানার মো. দেলোয়ার হোসেন স্থানীয় একটি বেসরকারী শিক্ষাপ্রতিষ্ঠানে পৃথক সংবাদ সম্মেলনে এ অভিযোগ করেন।
সংবাদ সম্মেলনে চেয়ারম্যান প্রার্থী মিজানুর রহমান অভিযোগ করেন, নলছিটি উপজেলার দপদপিয়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে নৌকা প্রতীকের কর্মীরা জিরোপয়েন্ট এলাকায় তঁার প্রচার মাইক ভাঙচুর করে। এছাড়াও নৌকা প্রতীকের প্রার্থী সোহরাব হোসেন বাবুল মৃধা ও তঁার সমর্থকরা তাকে নির্বাচনী প্রচার কাজে বাধা দেওয়াসহ নানা হুমকি প্রদান করে আসছেন। বর্তমানে তিনি ও তঁার পরিবার নিরাপত্তাহীনতায় রয়েছেন বলেও অভিযোগ করেন সংবাদ সম্মেলনে। এ ঘটনার বিচার ও নির্বাচনের সুষ্ঠু পরিবেশ বজায় রাখার জন্য প্রশাসনের প্রতি আহ্বান জানান চেয়ারম্যান প্রাথর্ী মিজানুর রহমান হাওলাদার।
মো. দেলোয়ার হোসেন খলিফা জানান, মঠবাড়ি ইউনিয়ন পরিষদ নির্বাচনে ৮নং ওয়ার্ডে মোরগ প্রতিকে মেম্বার পদে প্রতিদ্বন্ধিতা করছেন। ফুটবল প্রতীকের প্রার্থী মো. আলফুক্কার আলী তাকে নির্বাচনের শুরু থেকেই বিভিন্ন ভাবে প্রচার-প্রচারণায় বাধা সৃষ্টি করে আসছেন। তার সমর্থকদের প্রতিনিয়ত প্রচার-প্রচারণায় না নামতে হুমকি দিয়ে আসছেন। ইতোমধ্যে কর্মীদের ওপর কয়েক দফায় হামলা চালিয়ে তাদের আহতও করেছে। নির্বাচনের দিন দেলোয়ার হোসেন খলিফাকে ঘরে তালা বদ্ধ করে রাখার হুমকি দেন প্রতিদ্বন্দ্বী প্রাথর্ী ও তার বাহিনী। দেলোয়ার হোসেন খলিফা বর্তমানে নিরাপত্তাহীনতায় রয়েছেন। আলফুক্কার যে কোন সময় খুন গুমসহ বড় ধরনের ক্ষতির আশঙ্কায় প্রশাসনের সু-দৃষ্টি ও সংশ্লিষ্ট উধ্বর্তন কতর্ৃপক্ষের আশুহস্তক্ষেপ কামনা করেন তিনি। এ ব্যাপারে অভিযুক্ত মো. আলফুক্কার আলী অভিযোগ অস্বীকার করে নিরপেক্ষ ভোটের দাবী জনিয়ে বলেন, জনগণ যদি আমাকে যোগ্য মনে করে আমাকে ভোট দেয় তবে আমি নির্বাচিত হবো, জোর করে নয়।