শিরোনাম

South east bank ad

রেড জোনের আওতায় আগামীকাল শুক্রবার থেকে গোপালগঞ্জের তিন উপজেলা সদরে ৭ দিনের বিশেষ লকডাউন ঘোষনা

 প্রকাশ: ১৭ জুন ২০২১, ১২:০০ পূর্বাহ্ন   |   অটোমোবাইল

মেহের মামুন গোপালগঞ্জ :

করোনা সংক্রমণ বেড়ে যাওয়ায় রেড জোনের আওতায় এনে আগামীকাল শুক্রবার থেকে গোপালগঞ্জ জেলা সদর, মুকসুদপুর উপজেলা সদর এবং কাশিয়ানী উপজেলা সদরে ৭ দিনের বিশেষ লকডাউন ঘোষনা করা হয়েছে।গোপালগঞ্জের সিভিল সার্জন ডা. সুজাত আহমেদ সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করেছেন।আজ বৃহস্পতিবার (১৭ জুন) দুপুরে জেলা করোনা কমিটির এক ভার্চুয়াল সভায় এই সিদ্ধান্ত নেয়া হয়। সিভিল সার্জন ডা. সুজাত আহমেদ জনান, গত দুই সপ্তাহ ধরে গোপালগঞ্জ জেলা সদরের পৌর এলাকা, কাশিয়ানী উপজেলা সদরের কাশিয়ানী ইউনিয়ন ও মুকসুদপুর উপজেলা সদরের মুকসুদপুর পৌর এলাকায় করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে চলছে।এই এলাকাগুলোকে রেড জোনের আওতায় এনে আগামীকাল শুক্রবার থেকে ৭ দিনের বিশেষ লকডাউন ঘোষনা করা হয়েছে। এসব এলাকার লোকজন বাইরে বা বাইরে থেকে প্রবেশ করতে পারবে না। এছাড়া আইন শৃংখলাবাহিনী লকডাউন সফল করতে এসব এলাকায় দায়িত্ব পালন করবে।প্রসঙ্গত, গত ২৪ ঘন্টায় গোপালগঞ্জে ১১২ জনের নমুনা পরীক্ষায় ৪৩ জন করোনা শনাক্ত হয়েছে। এর মধ্যে গোপালগঞ্জ সদর উপজেলায় ৩৯ জনের নমুনায় ১৬জন, টুঙ্গিপাড়ায় ৬ জনের নমুনায় ২ জন, কোটালীপাড়ায় ৫ জনের নমুনায় ৩ জন, কাশিয়ানীতে ৪০ জনের নমুনায় ১২ জন ও মুকসুদপুরে ২২ জনের নমুনায় ১০ জন শনাক্ত হয়। এ পর্যন্ত জেলায় ২৪ হাজার ২৮৫ জনের নমুনা পরীক্ষা করা হয়। এর মধ্যে আক্রান্ত হয়েছে মোট ৪ হাজার ২০৩ জন। সুস্থ হয়েছেন ৩ হাজার ৮৭১ জন। আর জেলায় মোট মৃত্যু হয়েছে ৪৩ জনের।

BBS cable ad

অটোমোবাইল এর আরও খবর: