শিরোনাম

South east bank ad

আটোয়ারীতে প্রতিবন্ধীতা ও প্রতিবন্ধী অধিকার বিষয়ক কর্মশালা

 প্রকাশ: ১৭ জুন ২০২১, ১২:০০ পূর্বাহ্ন   |   অটোমোবাইল

মাসুদ রানা (আটোয়ারী):

পঞ্চগড়ের আটোয়ারীতে প্রতিবন্ধীতা ও প্রতিবন্ধী অধিকার বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। আগমনী কুষ্ঠ ও প্রতিবন্ধী সমাজ কল্যাণ সংস্থা আটোয়ারীর আয়োজনে, কমিউনিটি প্রোগ্রাম, দি-লেপ্রসী মিশন ইন্টারন্যাশনাল, বাংলাদেশ-এর সহযোগিতায় এবং ইসলামিক ফাউন্ডেশনের আওতাভুক্ত উপজেলার বিভিন্ন মসজিদের ইমামগনের অংশগ্রহনে বৃহস্পতিবার (১৭ জুন) উপজেলা ইসলামিক ফাউন্ডেশন হলরুমে কর্মশালা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন প্রতিবন্ধী সংস্থার সভাপতি মোঃ জফর আলী। সংস্থার সাধারণ সম্পাদক মোঃ খলিলুর রহমানের সঞ্চালনায় প্রতিবন্ধীদের সামাজিক উন্নয়নে আমাদের করণীয় শীর্ষক আলোচনা করেন অনুষ্ঠানের প্রধান অতিথি উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ তৌহিদুল ইসলাম। বিশেষ অতিথির বক্তব্য রাখেন ভাইস চেয়ারম্যান মোঃ শাহাজাহান, ইসলামিক ফাউন্ডেশনের উপজেলা ফিল্ড সুপারভাইজার শাহ মোঃ রাশেদুল ইসলাম। কর্মশালায় কুষ্ঠরোগের তথ্য, কুষ্ঠরোগের চিকিৎসা, কুষ্ঠরোগে প্রতিবন্ধীতা, প্রতিবন্ধীতার তথ্য, প্রতিবন্ধীতার প্রকারভেদ, প্রতিবন্ধীতার কারন, প্রতিবন্ধীতার ধরন, বাক ও শ্রবন প্রতিবন্ধীতা, বুদ্ধি প্রতিবন্ধীতা, প্রতিবন্ধী ব্যক্তির অধিকার ও সুরক্ষা আইন সম্পর্কে প্রজেক্টরের মাধ্যমে বিস্তারিতভাবে উপস্থাপন করেন টিএলএমআইবি, কমিউনিটি প্রোগ্রামের প্রজেক্ট ম্যানেজার মোঃ দেলোয়ার হোসেন। আরো বক্তব্য রাখেন জেলা প্রতিবন্ধী সংগঠনের সাধারণ সম্পাদক আমিরুল ইসলাম প্রমুখ।

p

BBS cable ad

অটোমোবাইল এর আরও খবর: