আজ সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি’র সভা অনুষ্ঠিত
আত্মনির্ভরশীল ও সমৃদ্ধশালী বাংলাদেশের স্বপ্ন পূরণে তথ্য প্রযুক্তির অবদান অনস্বীকার্য। ডিজিটাল বাংলাদেশের বর্তমান প্রেক্ষাপটে বিদ্যমান সুবিধাদি কাজে লাগিয়ে ৪র্থ শিল্প বিপ্লবের সম্ভাব্য চ্যালেঞ্জগুলোকে সম্ভাবনায় রূপান্তর করাই তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের দ্বায়িত্বের অংশ। ২০২১ সালের মধ্যে ডিজিটাল বাংলাদেশ গড়ার স্বপ্নপূরণে মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনায় ১ম পর্যায়ে “সারাদেশের শিক্ষা প্রতিষ্ঠানের কম্পিউটার ও ভাষা প্রশিক্ষণ ল্যাব স্থাপন” প্রকল্পের আওতায় ৬৫টি ভাষা প্রশিক্ষণ ল্যাবসহ মোট ৪০১৬টি শেখ রাসেল ডিজিটাল ল্যাব এবং ১৬০টি শেখ রাসেল ডিজিটাল ক্লাসরুম স্থাপন করা হয়। ১ম পর্যায়ের সাফল্যের ধারাবাহিকতায় গত ২৮ জুলাই ২০২০ তারিখে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক) সভায় “শেখ রাসেল ডিজিটাল ল্যাব স্থাপন (২য় পর্যায়)” শীর্ষক প্রকল্পটি অনুমোদিত হয়।
প্রকল্পটির মাধ্যমে সারা দেশের ৫০০০ (পাঁচ হাজার)টি শিক্ষা প্রতিষ্ঠানে ৫০০০ (পাঁচ হাজার)টি “শেখ রাসেল ডিজিটাল ল্যাব” এবং স্থাপিত শেখ রাসেল ডিজিটাল ল্যাবের মধ্য হতে ৩০০টি সংসদীয় আসনের জন্য মাধ্যমিক পর্যায়ের ৩০০টি শিক্ষা প্রতিষ্ঠানে অত্যাধুনিক প্রযুক্তি সম্পন্ন “স্কুল অব ফিউচার” স্থাপন করা হবে। ৩০০টি মাধ্যমিক পর্যায়ের স্কুলে বিভিন্ন ফ্রন্টইয়ার টেকনোলজিসহ ইন্টারএ্যকটিভ স্মার্ট বোর্ড, থ্রী-ডি প্রিন্টার, আরডুইনো স্টার্টার কিট, রোবোটিক্স ইন্সট্রুমেন্ট, প্রোগ্রামেবল প্লেয়িং ইন্সট্রুমেন্ট, এআর/ভিআর গিয়ারসহ অন্যান্য এ্যাডভান্সড প্রযুক্তির হার্ডওয়্যার স্থাপনের মাধ্যমে “স্কুল অব ফিউচার” স্থাপন করা হবে।
অতি অল্প সময়ের মধ্যে ৫০০০টি শিক্ষা প্রতিষ্ঠানে স্থাপিতব্য শেখ রাসেল ডিজিটাল ল্যাবের জন্য ল্যাপটপ, প্রিন্টার, স্ক্যানার, রাউটার, ওয়েব ক্যামেরাসহ অন্যান্য আইটি সামগ্রী ক্রয় কার্যক্রম সম্পন্ন করা হয়েছে। প্রতিটি শেখ রাসেল ডিজিটাল ল্যাবে ১৭টি অত্যাধুনিক মানের ল্যাপটপ ও অন্যান্য আইটি সামগ্রীর মাধ্যমে ছাত্র-ছাত্রীসহ স্থানীয় যুব সমাজকে আইসিটি শিক্ষা এবং শিক্ষায় আইসিটি ব্যবহারের মাধ্যমে দক্ষ জনশক্তিতে রূপান্তরিত করা হবে। যার মাধ্যমে ডেমোগ্রাফিক ডিভিডেন্ড-কে কাজে লাগিয়ে প্রান্তিক পর্যায়ের দারিদ্র দূরীকরণসহ ৪র্থ শিল্প বিপ্লবের চ্যালেঞ্জ মোকাবেলা করা হবে।
আজ ১৬ জুন ২০২১ তারিখে অনুষ্ঠিত সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি’র নিকট সারাদেশে স্থাপিতব্য ৫০০০টি শেখ রাসেল ডিজিটাল ল্যাবের জন্য আধুনিক, নান্দনিক ডিজাইনের স্থানান্তর ও পুনর্বিন্যাসযোগ্য সর্বমোট ৫০০০টি ইন্সট্রাকটর টেবিল, ৫০০০টি ইন্সট্রাকট চেয়ার, ৮০,০০০টি কম্পিউটার টেবিল এবং ১,৬০,০০০টি কম্পিউটার চেয়ারের ক্রয় প্রস্তাব সদয় অনুমোদনের জন্য উপস্থাপন করা হয়। যা অনুমোদনের জন্য নীতিগতভাবে সম্মত হয়েছে।