শিরোনাম

South east bank ad

ব্রাহ্মণবাড়িয়া পুলিশের বিদায় ও বরণ অনুষ্ঠিত

 প্রকাশ: ১৬ জুন ২০২১, ১২:০০ পূর্বাহ্ন   |   অটোমোবাইল

মঙ্গলবার ব্রাহ্মণবাড়িয়া পুলিশ লাইন্স ড্রিল শেডে সামাজিক দূরত্ব বজায় রেখে বিদায়ী ও বরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অতিরিক্ত পুলিশ সুপার (সদর দপ্তর) আবু সাঈদ, ব্রাহ্মণবাড়িয়ার সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্রাহ্মণবাড়িয়ার পুলিশ সুপার মোহাম্মদ আনিসুর রহমান। অনুষ্ঠানে জেলায় সদ্য যোগদানকৃত অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অপরাধ) মোল্লা মোহাম্মদ শাহীনকে বরণ করা হয়। ব্রাহ্মণবাড়িয়া জেলা হতে অন্যান্য ইউনিটে বদলীকৃত মোঃ রইছ উদ্দিন, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অপরাধ), ব্রাহ্মণবাড়িয়া, নাসিরনগর থানার অফিসার ইনচার্জ জনাব এটিএম আরিচুল ইসলাম, বিজয়নগর থানার অফিসার ইনচার্জ জনাব আতিকুর রহমান, সদর মডেল থানার ইন্সপেক্টর (তদন্ত) মোহাম্মদ শাহজাহান, মোঃ নুরুল আলম, ইনচার্জ, ২নং শহর পুলিশ ফাঁড়ি এবং অবসরজনিত পুলিশ পরিদর্শক খায়রুল আলম’কে ব্রাহ্মণবাড়িয়া জেলার পুলিশ সুপার বিদায়ী অনুষ্ঠানে পুলিশ কর্মকর্তাদের মাঝে ক্রেস্ট ও ফুলেল শুভেচ্ছা প্রদান করেন। বিদায়ী অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন মোঃ মোজাম্মেল হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল), ব্রাহ্মণবাড়িয়া, মোঃ নাহিদ হাসান, সহকারী পুলিশ সুপার, কসবা সার্কেল, মোঃ আনিছুর রহমান, সহকারী পুলিশ সুপার, সরাইল সার্কেল, সহকারী পুলিশ সুপার (শিক্ষানবিশ), মোঃ ইমতিয়াজ আহম্মেদ, পিপিএম, ডিআইও-১, জেলা বিশেষ শাখা, ব্রাহ্মণবাড়িয়াসহ জেলার সকল থানার অফিসার ইনচার্জ ও পুলিশ অফিসার ও ফোর্স উপস্থিত ছিলেন।

h

BBS cable ad

অটোমোবাইল এর আরও খবর: