টাঙ্গাইলে ভুঞাপুরে শিশু ও নারী উন্নয়ন বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত
মো: আবু জুবায়ের উজ্জ্বল (টাঙ্গাইল):
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়েরর গণযোগাযোগ অধিদপ্তরের "শিশু ও নারী উন্নয়নে সচেতনতামূলক যোগাযোগ কার্যক্রম (পঞ্চম পর্যায়)" শীর্ষক প্রকল্পের আওতায় দিনব্যাপী ওরিযয়েন্টেশন কর্মশালা আজ টাঙ্গাইলের ভূঞাপুর উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে।
জেলা তথ্য অফিস আয়োজিত কর্মশালায় প্রধান অতিথি ছিলেন ভুঞাপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ আব্দুল হালিম। উপজেলা নির্বাহী অফিসার ইশরাত জাহানের সভাপতিত্বে কর্মশালায় জেলা সিনিয়র তথ্য অফিসার সত্যেন্দ্র চন্দ্র পাল, ভুঞাপুর উপজেলা সহকারী কমিশনার (ভুমি) আব্দুল্লাহ আল রনী, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তাডা: মহিউদ্দিন আহমেদসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন। কর্মশালায় জনপ্রতিনিধি, সাংবাদিকসহ বিভিন্ন পর্যায়ের লোকজন অংশ নেন।