গোয়াইনঘাটে দুই শিশুসহ মাকে গলা কেটে হত্যা
এ এস রায়হান (সিলেট):
সিলেটের গোয়াইনঘাটে একই পরিবারের ৩ জনকে কুপিয়ে হত্যা করা হয়েছে। গুরুতর অবস্থায় আরও একজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
মঙ্গলবার রাতে উপজেলার ফতেহপুর ইউনিয়নের বিন্নাকান্দি দক্ষিণ পাড়া গ্রামে এই ঘটনা ঘটে।
নিহতদের মধ্যে একজন নারী ও বাকী দুজন ওই নারীর শিশু সন্তান। আহত ব্যক্তি ওই নারীর স্বামী বলে জানা গেছে।
নিহতরা হলেন- আলিমা বেগম (৩০), ও তার দুই সন্তান মিজান (১০) এবং তানিশা (৩)। এছাড়া গুরুতর আহত হয়েছেন আলিমা বেগমের স্বামী হিফজুর রহমান। তাকে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
পুলিশ ও স্থানীয়রা জানান, গতরাতের কোন এক সময়ে কে বা কারা রাতে ওই পরিবারের ওপর হামলা চালিয়ে পালিয়ে যায়। নিহতদের গলা ও মাথায় ধারালো অস্ত্রের কোপ দেখা গেছে।
স্থানীয় লোকজন জানান, বুধবার সকালে অনেক বেলা পর্যন্ত ঘুম থেকে উঠছিলেন না হিফজুরের পরিবারের সদস্যরা। দেরী দেখে প্রতিবেশিরা হিফজুরের ঘরের সামনে যান। এসময় ভেতর থেকে কান্নার শব্দ শুনে দরজায় ধাক্কা দেন তারা।
প্রতিবেশিরা জানান, দরজার সিটকিনি খোলাই ছিলো। ভেতরে প্রবেশ করে খাটের মধ্যে তিন জনের জবাই করা মরদেহ ও হিফজুরকে রক্তাক্ত অবস্থায় দেখতে পান তারা। পরে পুলিশে খবর দিলে গোয়াইনঘাট থানার এসআই মহসিনের নেতৃত্বে একদল পুলিশ গিয়ে লাশ তিনটি উদ্ধার করেন এবং হিফজুরকে হাসপাতালে পাঠান। হিফজুরের শরীরের বিভিন্ন স্থানে দায়ের কোপ রয়েছে।
পুলিশ ঘটনাস্থলে পৌঁছে, মরদেহগুলো উদ্ধারের কাজ করছে। নিহত নারীর স্বামী গুরুতর অবস্থায় ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
গোয়াইনঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল আহাদ বলেন, মরদেহ উদ্ধার করে ওসমানী হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে। কারা এই হত্যাকাণ্ড ঘটিয়েছে তা খুঁজে বের করার চেষ্টা করছি।
সিলেট জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (গণমাধ্যম) অফিসার এএসপি লুৎফুর রহমান জানান, ঘটনা তদন্তে পুলিশের একাধিক টিম কাজ করছে। তবে, কী কারণে এই হত্যাকাণ্ড তা এখনো নিশ্চিত করা যায়নি।