বিদেশ থেকে না আনলে চালের কেজি হতো ১০০ টাকা: খাদ্যমন্ত্রী
আজ মঙ্গলবার দুপুরে ব্রাহ্মণবাড়িয়ার নির্মিতব্য আশুগঞ্জ রাইস সাইলো পরিদর্শন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার বলেছেন, বিদেশ থেকে চাল আমদানি না হলে বাংলাদেশের বাজারে চালের কেজি ১০০ টাকা হতো। ২০২৫ সালের মধ্যে যেন ৩৫ লাখ টন খাদ্যশস্য মজুদ রাখা যায়, সে লক্ষ্যে সরকার কাজ করছে বলেও জানান মন্ত্রী।
মন্ত্রী বলেন, ১০ লাখ রোহিঙ্গাকে পুষতে হচ্ছে। প্রতিবছর রোহিঙ্গাদের ২০ হাজার শিশু জন্ম নিচ্ছে। এদেরকে খাওয়াচ্ছে সরকার। সার্বিক চিন্তা করলে আমরা খাদ্যে স্বয়ংসম্পূর্ণ। তবে আমাদের সততার প্রশ্ন আছে। ব্যবসায়ীরা সবাই যদি সৎ না হয় তাহলে দেশের ভাগ্যের উন্নয়ন হয় না।
সাধন চন্দ্র মজুমদার বলেন, ‘প্রধানমন্ত্রী যে চেষ্টা করে যাচ্ছেন তার সঙ্গে আমাদেরকে সমপর্যায়ে কাজ করতে হবে। আমাদের ব্যবসায়ীরা যদি সৎ না হয়, লাভ বেশি করতে চায়, মানবতাবিরোধী কাজ করতে চায়, তাদের বিচার আল্লাহ করবে।’
এসময় আরও উপস্থিত ছিলেন স্থানীয় মহিলা আসনের সংসদ সদস্য উম্মে ফাতেমা নাজমা বেগম, খাদ্য মন্ত্রণালয়ের সচিব মোছাম্মৎ নাজমানারা খানুম, প্রকল্প পরিচালক রেজাউল করিম শেখ।
পরে মন্ত্রী চলমান বোরো সংগ্রহ ২০২১ কার্যক্রম নিয়ে় খাদ্য অধিদপ্তরে সংশ্লিষ্টদের সঙ্গে মতবিনিময় করেন।