শিরোনাম

South east bank ad

এমপি বাবুর রোগ মুক্তি চেয়ে উপজেলা শেখ রাসেল জাতীয় শিশু-কিশোর পরিষদ কর্তৃক দোয়া অনুষ্ঠিত

 প্রকাশ: ১৪ জুন ২০২১, ১২:০০ পূর্বাহ্ন   |   অটোমোবাইল

মো: ফেরদৌস রহমান (আড়াইহাজার):

নারায়ণগঞ্জ- ২ আসনের জাতীয় সংসদ সদস্য আলহাজ্ব নজরুল ইসলাম বাবু কিছুদিন যাবৎ শারীরিকভাবে অসুস্থ রয়েছেন। অসুস্থ এমপি বাবুর জন্য আড়াইহাজার উপজেলা শেখ রাসেল জাতীয় শিশু-কিশোর পরিষদ কর্তৃক রোগমুক্তি কামনায় দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়।

সোমবার (১৪ জুন), দুপুর ২ টার দিকে, আড়াইহাজার উপজেলা আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে উক্ত দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করেন আড়াইহাজার উপজেলা শেখ রাসেল জাতীয় শিশু-কিশোর পরিষদ। অনুষ্ঠানের উদ্যোগ গ্রহণ করেন, উপজেলা শেখ রাসেলের সভাপতি মাহদী হাসান রিফাত ও সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম সহ সকল শেখ রাসেল সদস্যরা।
উপজেলা শেখ রাসেল সভাপতি মাহদীর আহবানে উক্ত দোয়া ও মিলাদ মাহফিলে উপস্থিত ছিলেন- আড়াইহাজার উপজেলা ছাত্রলীগের আহবায়ক কাজী রাজীবুল ইসলাম জুয়েল ও যুগ্ম আহবায়ক জসীম উদ্দিন, লাফিজ সহ অনেক ছাত্রলীগ সদস্য । আরো উপস্থিত ছিলেন আড়াইহাজার উপজেলা যুবলীগের সভাপতি আহমেদুল কবির উজ্জ্বল, উপজেলা আওয়ামী লীগের সদস্য নাজমুল ইসলাম, সরকারি সফর আলী কলেজের সাবেক ভিপি নাঈম মোল্লা, আড়াইহাজার বিআরডিবি এর চেয়ারম্যান শহিদুল্লাহ, সাবেক উপজেলা শেখ রাসেল সাধারণ সম্পাদক ও সাবেক ভিপি শফিকুল ইসলাম শরিফ সহ আরো অনেক নেতৃবৃন্দ।

অনুষ্ঠানের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন আড়াইহাজার উপজেলা শেখ রাসেলের সভাপতি মাহদী হাসান রিফাত ও তার সহযোগী সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম। এমপি নজরুল ইসলাম বাবু যেন অতি দ্রুত সুস্থ হয়ে সকলের কাছে আগের ন্যায় ফিরে আসেন দোয়া মাহফিলে এমনটি চাওয়া হয়।

নজরুল ইসলাম বাবুর দীর্ঘ পথচলার সাথে জড়িত আড়াইহাজার উপজেলা শেখ রাসেল। যেকোনো প্রয়োজনে ছুটে আসে অবিরাম। সভাপতি মাহদী হাসান রিফাতের নেতৃত্বে, উপজেলা শেখ রাসেল এক শিক্ষা বান্ধব যুব সমাজে গড়ে উঠছে। রাজনৈতিক বিষয়ে যেমন তৎপরতা মেলে,তেমনি শিক্ষা, সংস্কৃতি ও সামাজিক কার্যক্রমে তাদের সক্রিয়তা সকলের কাছে প্রসংশার দাবি রাখে।

সভাপতি মাহদী হাসান রিফাত বলেন, "প্রিয় নেতা যেদিন থেকে অসুস্থ শুনেছি, সেদিন থেকে সকল নেতাদের পাশাপাশি আমার মাথায় যেন চিন্তার ভাজ পড়ে যায়। মহান আল্লাহর কাছে তার রোগমুক্তি চেয়ে দোয়া করেছি। এমপি নজরুল ইসলাম বাবু ছাড়া আড়াইহাজার যেন কিছুদিনের জন্য থমকে গেছে। মহান আল্লাহ যেন, মাননীয় জাতীয় সংসদ সদস্য আলহাজ্ব নজরুল ইসলাম বাবু-কে দ্রুত আমাদের মাঝে সুস্থ করে, ফিরিয়ে আনেন, এমনটাই তার ও তার সংগঠনের প্রত্যাশা।"

BBS cable ad

অটোমোবাইল এর আরও খবর: