শিরোনাম

South east bank ad

ঝালকাঠি পৌর নির্বাচনে নৌকা মার্কার সমর্থনে উঠান বৈঠক অনুষ্ঠিত

 প্রকাশ: ১৪ জুন ২০২১, ১২:০০ পূর্বাহ্ন   |   অটোমোবাইল

মোঃ রাজু খান (ঝালকাঠি):

ঝালকাঠি পৌরসভা নির্বাচনকে সামনে রেখে নৌকা প্রতীকের সমর্থনে উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। সোমবার বিকেলে পৌর এলাকার যুব উন্নয়ন অধিদপ্তরের হলরুমে এ বৈঠক অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন জেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদ চেয়ারম্যান সরদার মো. শাহ আলম। বিশেষ অতিথি ছিলেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট খান সাইফুল্লাহ পনির। উঠান বৈঠকে নির্বাচনের নানা বিষয় নিয়ে বক্তব্য দেন আওয়ামীগ মনোনীত নৌকা প্রতিকের মেয়র প্রার্থী মো. লিয়াকত আলী তালুকদার। নির্বাচিত হলে তিনি পৌরসভার সর্বস্তরের উন্নয়নের অগ্রযাত্রা অব্যাহত রাখবেন বলে প্রতিশ্রুতি দেন।

আওয়ামী লীগ নেতা সামসুল ইকরাম পিরুর সভাপতিত্বে অন্যদের মধ্যে বক্তব্য দেন, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও চেম্বার সভাপতি সালাহ উদ্দিন আহমেদ সালেক, জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান মো. মাহবুব হোসেন, জেলা আইনজীবী সমিতির সভাপতি আবদুল মন্নান রসুল, জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক তরুণ কর্মকার, জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক আ.স.ম মোস্তাফিজুর রহমান মনু, সদর উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক কাউন্সিলর হাফিজ আল মাহমুদ, পৌর কাউন্সিলর হুমায়ুন কবির খান, আওয়ামীলীগ নেতা এম আলম খান কামাল, মনোয়ার হোসেন খান, মেজবাহ উদ্দিন খান শাহিন, হাফিজুর রহমান ছালাম, খসরু নোমান, সাবেক কাউন্সিলার আঃ কুদ্দুস হাওলাদার, কাউন্সিলর শাহ আলম খান ফারসু, মহিউদ্দিন হাওলাদার চুন্নু, মোঃ জসিম উদ্দন বুলু, পৌর ছাত্রলীগের সাধারন সস্পাদক মোঃ নাদিম মাহমুদ।

BBS cable ad

অটোমোবাইল এর আরও খবর: